2 মাসে হাড্ডিসার গরু মোটাতাজাকরণ খাদ্য যেভাবে তৈরী করা হয় ।
Автор: Nill Agro amiraz
Загружено: 2024-08-25
Просмотров: 20036
হাড্ডিসার গরু 2 মাসে মোটাতাজাকরন খাদ্য. আমরা যেভাবে তৈরী করি তার বিস্তারাইত ভিডিও তে দেওয়া হয়েছে ।
মাত্র কয়েকটা উপাদান দিয়েই হাড্ডিসার গরু 2 মাসে মোটাতাজাকরন খাদ্য তৈরী করা সম্ভব যার বিস্তারিত আমরা ভিডিও এর মাধ্যমে দেখিয়েছি
আলহামদুলিল্লাহ ২ মাসে হাড্ডিসার গরু মোটাতাজাকরণ ৪২৬ কেজি খাদ্য তৈরী করলাম। প্রতি কেজি খাদ্যে খরজ হলো মাত্র ""৪১ ""টাকা।
____=______=______=______=______=_____=___
❇️খাদ্যর মূল উপকরণ সমূহ ❇️
🔷1. ভুট্টা গুড়া - ২৪০ কেজি =৭৯২০ টাকা
🔷2.সয়ামিল খৈল - ২০ কেজি =১২৮০ টাকা
🔷3. সরিষার খৈল - ৩০ কেজি = ১৫০০ টাকা
🔷4. লাইমস্টন - ১২ কেজি = ১৪৪ টাকা
🔷5.এমাইনোপ্রোট- ৬ কেজি = ৭৮০ টাকা
🔷6.নাইচকুড়া / ব্রান - ৬০কেজি = ১২০০ টাকা
🔷7. লবন - 6 কেজি = ১২০ টাকা
🔷8. ধানের কুড়া - 40 কেজি = ৬০০ টাকা
🔷9.মেডিসিন(২৪ প্রকার)-১২কেজি= ৪২০০ টাকা ____________________________________________
মোট ওজন ৪২৬ কেজি ✴️মোট মূল্য ১৭৭৪৪ টাকা ।
💠{প্রতি কেজি খাদ্য তৈরিতে খরজ হলো 💠 ✴️(১৭৭৪৪÷৪২৬)টাকা } =✴️ ৪১ টাকা ৬৫ পয়সা ✴️
❇️ মেডিসিন সামগ্রী ❇️
1.লাইসিন - ৬০০গ্রাম = ১৫৬ টাকা
2.মিথিওনিন - ৬০০ গ্রাম = ২২৮ টাকা
3. টক্সইন - ৪০০গ্রাম = ১৪০ টাকা
4. জাইম - ৪০০ গ্রাম = ২০০ টাকা
5. ক্যালসিয়াম - ২০০গ্রাম = ১০০ টাকা
6. সোডিয়াম - ৪০০ গ্রাম = ২৮ টাকা
7.রুমেন ই - ২০০ গ্রাম = ১১০ টাকা
8. মিনারেল- ৬০০গ্রাম = ২৪০ টাকা
9. ম্যাগনিসিয়াম - ১ কেজি = ৪০০ টাকা
10. হাই ভিটামিন প্রিমিক্স-১২০০ গ্রাম = ৩৩৬ টাকা
11 . এম সি পি - ১ কেজি = ২০০ টাকা
12. ফাইটেস - ৮০০গ্রাম = ১০২ টাকা
13. অক্সি - ২০০গ্রাম = ১২০ টাকা
14. মুল - ২০০গ্রাম = ১২০ টাকা
15. আর হ্যাল - ১২০গ্রাম = ৯৬ টাকা
16. স্যালাইন - ৬ooগ্রাম = ৯০ টাকা
17. ডি জি টন - ৮০০গ্রাম = ২০০ টাকা
18. জেডএম - ৪০০গ্রাম = ১৮৮ টাকা
19.গ্রোয়ার - ১ কেজি = ১৮০ টাকা
20.কিউমিট বিসি - ১০০গ্রাম = ১৪০ টাকা
21.ফ্যাট - ১ কেজি = ৪০০ টাকা
22.হেফাসেট - ২০০ গ্রাম = ১৬০ টাকা
23. স্যালটস প্লাস - ১০০গ্রাম = ১৬০ টাকা
24. সি আর - ২০০গ্রাম = ১২৪ টাকা
___________________________________________
মোট ওজন ৬১৫০ গ্রাম ✴️ মোট মূল্য ৪২১৮ টাকা
_______=_________=_________=_________=_____
❇️আমাদের খাওয়ার নিয়ম ❇️
⏩ আমরা এভাবে খাদ্য তৈরী করে একটি গরুকে দিনে ২ বার খাদ্য খাওয়াই পানি দিয়ে। এবং বাকি সময় খর খাওয়াই।
খাদ্য ও পানি এমন একটি গরুকে আমরা যে ভাবে খাওয়াই , মনে করেন একটি গরুর দৈনিক পানি চাহিদা আছে ১৬ লিটার ও খাদ্য চাহিদা আছে ৪ কেজি, সেই গরুকে আমরা সকাল বেলা ৮ লিটার পানি ও ২ কেজি খাদ্য একসাথে মিক্স করে বালতিতে খেতে দেই, ঠিক অনুরূপ বিকালে খেতে দেই। এবং গরুকে সর্বদা খর দিয়ে রাখি গরু ইচ্ছে অনুযায়ী খায়।
গরুকে ঘাস, ums, সাইলেজ ইত্যাদি আর কোনো খাদ্য খাওয়াই না, এতেই আল্লাহর রহমতে একদম শুকনা গরু গুলো ২ হতে সর্বোচ্চ২ মাসে ১৫ দিনেই পরিপূর্ণ মোটাতাজা হয়ে যায়। খাদ্য আমাদের সব ভিটামিন উপাদান থাকায় এগুলো লাগে না, খাদ্যই যথেষ্ট হয়ে যায় ।
____=______=_______=______=_______=_____=_
❇️খাদ্যর প্রয়োগ পরিমান ❇️
⏩ হাড্ডিসার গরুকে মূলত অন্য সব গরুর মত লাইভওয়েড অনুযায়ী খাদ্য প্রয়োগ করা যায় না। এখানে খাদ্য প্রয়োগ করতে হয়, একটি গরুতে কী পরিমান মাংস ধরতে পারে মোটাতাজা হলে, এই পরিমান এর উপরে আন্দাজ করে। আমরা যেভাবে খাদ্য দেই গরুকে,,,
যে গরু মোটাতাজা হলে মাংস ধরে ২ মন এর মত, সেই গরুকে খাদ্য দেই দিনে ৩ কেজি মত
যে গরু মোটাতাজা হলে মাংস ধরে ৩ মন এর মত, সেই গরুকে খাদ্য দেই দিনে ৪ কেজি এর মত
যে গরু মোটাতাজা হলে মাংস ধরে ৪ মন এর মত, সেই গরুকে খাদ্য দেই দিনে ৫ কেজি এর মত
✴️এভাবেই মূলত আমরা আমাদের খামারের গরুকে খাদ্য প্রয়োগ করে ২ মাসে পরিপূর্ণ মোটাতাজা করি।
___=________=__________=________==_______
❇️ বি : দ্রঃ ❇️
⏩অনেক জনের মনে প্রশ্ন আসছে হয়ত এত পরিমান ভুট্টা কিভাবে শোষণ করতে পারবে ? ভুট্টাকে শোষণ উপযোগী করে তুলার জন্য আমরা ভুট্টা কে একবারে মিহি আটা করে নেই এছাড়াও মেডিসিন তালিকায় ভুট্টাকে শোষণ করার জন্য একদম ভালো মানের " জাইম " ব্যবহার করি ও ফাইটেস ব্যবহার করি ,এছাড়াও সোডিয়াম বাইকার্বোনেট ব্যবহার করি। যার ফলে এই বেশি পরিমান ভুট্টা আমাদের গরুর মধ্যে নরমালি শোষণ হয়ে থাকে। আলহামদুলিল্লাহ কখনো এর জন্য সমস্যায় পতিত হই নি আল্লাহর রহমতে।
_____=________=________=________=______=__
🔷 আলহামদুলিল্লাহ আজকের আলোচলা এই পর্যন্ত, ইনশাআল্লাহ আমাদের যেগুলো শুকনা গরু লাইভের মাধ্যমে দেখিয়েছিলাম সেগুলো ৪৫ দিনেই পরিপূর্ণ মোটাতাজা হয়ে যাবে,, ইনশাআল্লাহ সকল আপডেড নিয়ে আমার পেজ, ""সফলতার গল্পকথা""ও "Nill agro amiraz" ইউটুব চ্যানেলে আপনাদের মাঝে থাকবো।প্রয়োজনে সেই মাধ্যম গুলোতে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। খাদ্য তৈরীর ভিডিও ইনশাআল্লাহ ইউটুবে পাবেন।
✴️ আজকের বিষয়টি প্রয়োজনীয় মনে হলে, শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। এবং কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।
হোয়াটস্যাপ ☎️ : 01739-227743
সবাই আমার জন্য দোয়া করবেন। 🥰
🥰 যাজাকাল্লাহ খাইরুন। 🥰
Nill Agro Amiraz
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: