আউযুবিল্লাহ এর সবচেয়ে শ্রেষ্ট বাংলার সহজ তাফসির | মুফতি সাইফুল ইসলাম | আস সুফফাহ চ্যানেল
Автор: As Suffah Channel
Загружено: 2022-11-25
Просмотров: 236
#আস_সুফফাহ_চ্যানেল #মুফতি_সাইফুল_ইসলাম
আউযুবিল্লাহ এর সবচেয়ে শ্রেষ্ট বাংলা সহজ তাফসির | মুফতি সাইফুল ইসলাম | আস সুফফাহ চ্যানেল
আউজু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম-এর সঙ্গে পরিচয় নেই, মুসলিম সমাজে এমন মানুষ পাওয়া দুষ্কর। ‘আউজু বিল্লাহ’ আরবি শব্দ। পূর্ণ বাক্য ‘আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম’-এর অর্থ হলো বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই।
আউজুবিল্লাহকে এক কথায় 'এস্তেআযা' বা ‘তাআউউজ’ বলা হয়। আউজু বিল্লাহ পড়ায় রয়েছে অনেক ফজিলত। কিন্তু আউজু বিল্লাহ পাঠের গুরুত্ব ও ফজিলত অনেকেই জানে না। যা জানা থাকা অত্যন্ত জরুরি।
আউজু বিল্লাহ পাঠের উপকারিতা ও ফজিলত তুলে ধরা হলো-
আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বেশি পরিমাণ আউজুবিল্লাহ পাঠে মানুষের জিহ্বা মন্দ ও নিন্দনীয় কথার প্রতিক্রিয়া থেকে পবিত্রতা লাভ করে। শয়তান দূরে সরে যেতে বাধ্য হয় এবং মানুষ আল্লাহ তায়ালার আশ্রয় লাভ করে। (তাফসিরে ইবনে কাসির, খন্ড নং ২, পষ্টা নং ২০)
শয়তানের মারাত্মক আক্রমণের মোকাবিলার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়। শয়তান মানুষকে দেখে, কিন্তু মানুষ শয়তানকে দেখে না। আবার আল্লাহ শয়তানকে দেখেন কিন্তু শয়তান তাকে দেখে না, বিধায় সেই মহান শক্তির আশ্রয় ছাড়া শয়তানের আক্রমণ থেকে বাঁচার কোনো বিকল্প পথ নেই। (তাফসিরে ইবনে কাসির, খন্ড নং ২, পষ্টা নং ২১)
আউজুবিল্লাহ পাঠেই রয়েছে ইহকালীন ও পরকালীন উপকার। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সামনে দুই ব্যক্তি দ্বন্দ্ব-কলহে লিপ্ত হলো। তাদের মধ্যে একজন খুব বেশি রেগে গেলো। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, যদি সে ‘আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম’ পাঠ করে, তাহলে তার রাগ-ক্রোধ দূর হয়ে যাবে (সহিহ বুখারী, হাদীস নং ৬১১৫)।
সুতরাং দুনিয়ার সকল কর্মের শুরুতে আউজু বিল্লাহ পড়ে শয়তানের ষড়যন্ত্র থেকে হিফাজাতে থাকা প্রত্যেক বনি আদমের জন্য একান্ত অপরিহার্য।
আল্লাহ তাআলা আমাদেরকে আউজু বিল্লাহ পড়ে শয়তানের কুমন্ত্রণা থেকে হিফাজতে থাকার তাওফিক দান করুন আমীন।
জরুরী ঘোষনা : - ইসলাম সম্পর্কে যেকোনো বিষয়ের শরয়ী সমাধান জানতে আমাদের ফেসবুক পেজ / assuffahchannel এ যোগাযোগ করুন।
বিশেষ বিজ্ঞপ্তি : - আস সুফফাহ চ্যানেলটি মূলত কুরআন সুন্নাহর বাণী উম্মতে মুসলিমার কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
সকলের কাছে দোয়া চাই; আল্লাহ তা'আলা যেন এখলাসের সাথে, দুনিয়া এবং আখিরাতের সফলতার উদ্দেশ্যে, এই চ্যানেলে দ্বীন প্রচারের লক্ষ্যে খেদমত করার তৌফিক দান করেন - আমীন।
পরিশেষে সকলের কাছে বিনীত আবেদন এই যে, কোনো ধরনের ভুলভ্রান্তি কারো দৃষ্টিগোচর হলে অবশ্যই জানিয়ে বাধিত করবেন। পাশাপাশি কোন সুপরামর্শ থাকলে মুক্তমনে জানাতে অনুরোধ করছি।
আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত দ্বীনি খেদমতে জুড়ে থাকার তৌফিক দান করেন আমীন।
আহবানে
মুফতি সাইফুল ইসলাম
মোবাইল : 01712-651308
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: