অবহেলায় পড়ে থাকা পাথরের দাম ৮ কোটি টাকা! Bijoy TV
Автор: BIJOY TV
Загружено: 2025-04-04
Просмотров: 753332
#Stone #পাথর
ডোরস্টপ হিসেবে বছরের পর বছর অবহেলায় পড়ে ছিল একটি পাথর। পরে জানা যায় এটি বিশ্বে এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় দামি পাথরগুলোর একটি। বিশেষজ্ঞরা বলছেন, পাথরটি তৈরি হতে সময় লেগেছে প্রায় ৪ থেকে ৭ কোটি বছর।
রোমানিয়ার একটি জলপ্রপাত দেখতে গিয়ে সেখান থেকে বেশ বড়সড় একখণ্ড পাথর কুড়িয়ে এনেছিলেন এক বৃদ্ধা। এক দশকের বেশি সময় ধরে পাথরখণ্ডটি অবহেলায় পড়ে ছিল তার বাড়ির দরজা বন্ধ হয়ে যাওয়া আটকাতে ‘ডোরস্টপ’ হিসেবে। জীবদ্দশায় ওই বৃদ্ধা ঘুণাক্ষরেও টের পাননি এক অমূল্য সম্পদ পড়েছিল বাড়িতে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদন অনুসারে ১৯৯১ সালে বৃদ্ধার মৃত্যুর পরে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়েছিলেন তার পরিবারের এক সদস্য। তিনি পাথরটি সন্দেহ হলে পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন। পরে জানা যায় এটি সাধারণ কোন পাথর নয়, এটি রীতিমতো অ্যাম্বার বা রত্নপাথর।
অ্যাম্বার হলো জীবাশ্ম গাছের রেজিন। এটি তৈরি হতে কোটি কোটি বছর লেগে যায়। দারুণ উষ্ণ রঙের কারণে এগুলো রত্নপাথর হিসেবে ব্যবহৃত হয়। বৃদ্ধার পরিবারের ওই সদস্য ৮ কোটি টাকা দিয়ে পাথরটি রোমানিয়ান প্রশাসনের কাছে বিক্রি করেন। পাথরটি পেয়েই একে জাতীয় সম্পদ হিসাবে ঘোষণা করে রোমানিয়া প্রশাসন।
রোমানিয়ার বুজু শহরের প্রাদেশিক জাদুঘরে বিশাল ওই অ্যাম্বার পাথর রাখা আছে। পাথরটির ওজন প্রায় সাড়ে তিন কিলোগ্রাম। বিশেষজ্ঞদের দাবি, এটি বিশ্বে এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় দামি পাথরগুলোর একটি; আর অ্যাম্বারের মধ্যে সবচেয়ে বড়। এটি তৈরি হতে ৩ কোটি ৮৫ লাখ বছর থেকে ৭ কোটি বছর সময় লেগেছে।
copyright © A BIJOY TV Production-2025
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Youtube: / bijoytvofficial
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: