স্বাধীনতা চাইনি আমি (লিরিক্স) আইনুদ্দীন আল আজাদ (Lyrics) Shadhinota Caini Ami by Ainuddin Al Ajad
Автор: Bee of Islam
Загружено: 2022-07-29
Просмотров: 91453
গজল: স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা
শিল্পী: আইনুদ্দীন আল আজাদ
এলবাম: তাইতো
Song: Shadhinota Caini Ami Ei Shadhinota
Singer: Ainuddin Al Ajad
Album: Taito
শিল্পী: আইনুদ্দীন আল আজাদ এর সকল গজল লিরিক্স সহ এই চ্যানেলে Playlist আকারে পাবেন। ইনশাআল্লাহ।
গজলের লিরিক্স:
- - - - - - - - - - - -
স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা,
স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। (৬ বার)
যাহা পেয়েছি তাহা চাইনি আমি,
চেয়েছি যাহা পাইনি।
যাহা পেয়েছি তাহা চাইনি আমি,
চেয়েছি যাহা পাইনি।
তাইতো আমি বিদ্রোহী আর
কথা গুলো বে-আইনী।
স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা,
স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। (৪ বার)
আজ স্বাধীনতা যেন
দুর্নীতিবাজের সিদ্ধহস্ত কলম,
স্বাধীনতা মানে হরতাল ডেকে
রাজপথ রাখা গরম।
আজ স্বাধীনতা যেন দুর্নীতিবাজের
সিদ্ধহস্ত কলম,
স্বাধীনতা মানে হরতাল ডেকে
রাজপথ রাখা গরম।
এদিকে দ্রব্যমূল্যে আগুন
মুখে যায়না ভাত,
সারের লাগি কৃষক মরে
অনাহারে কাটে রাত।
এদিকে দ্রব্যমূল্যে আগুন
মুখে যায়না ভাত,
সারের লাগি কৃষক মরে
অনাহারে কাটে রাত।
ঐ কৃষকের চোখে করুন চাহনি
দেখিতে আমি চাইনি।
ঐ কৃষকের চোখে করুন চাহনি
দেখিতে আমি চাইনি।
তাইতো আমি বিদ্রোহী আর
কথাগুলো বে-আইনী।
স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা,
স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। (৪ বার)
আজ স্বাধীনতা যেন
মামার হাতের পান্তাভাত আর মোয়া,
স্বাধীনতা মানে শহীদ মিনারে
ফুলের মোহড়া দেয়া।
***স্বাধীনতা যেন মামার হাতের
পান্তাভাত আর মোয়া,
স্বাধীনতা মানে শহীদ মিনারে
ফুলের মোহড়া দেয়া।
এদিকে শহীদ মা-জননী
ব্যথায় কাতর বুকে,
জীর্ণশীর্ণ নিঃস্ব হয়ে
মরিছে ধুকে ধুকে।
এদিকে শহীদ মা-জননী
ব্যথায় কাতর বুকে,
জীর্ণশীর্ণ নিঃস্ব হয়ে
মরিছে ধুকে ধুকে।
ঐ শহীদ মায়ের বুকের কান্না
শুনিতে আমি চাইনি,
ঐ শহীদ মায়ের করুন কান্না
শুনিতে আমি চাইনি,
তাইতো আমি বিদ্রোহী আর
কথাগুলো বে-আইনী।
স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা,
স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। (৪ বার)
আজ স্বাধীনতা মানে
রাজনীতি নামে আকাশচুম্বী বাড়ী,
স্বাধীনতা মানে শূল্ক ছাড়াই
বিলাস বহুল গাড়ি।
আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে
আকাশচুম্বী বাড়ী,
স্বাধীনতা মানে শূল্ক ছাড়াই
বিলাস বহুল গাড়ি।
ফুটপাতে আজ রাত্রি কাটায়
অসহায় শিশু নারী,
মানুষ কুকুরে খাদ্য নিয়ে
করিছে কাড়াকাড়ি।
ফুটপাতে আজ রাত্রি কাটায়
অসহায় শিশু নারী,
মানুষ কুকুরে খাদ্য নিয়ে
করিছে কাড়াকাড়ি।
ঐ ক্ষুধিত শিশুর হাহাকার আমি
শুনিতে কভু চাইনি,
ঐ ক্ষুধিত শিশুর হাহাকার আমি
শুনিতে কভু চাইনি,
তাইতো আমি বিদ্রোহী আর
কথা গুলো বে-আইনী।
স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা,
স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। (৪ বার)
আজ স্বাধীনতা মানে এফডিসি নামে
অশ্লীলতার আসর,
স্বাধীনতা মানে মিডিয়াগুলো
যৌন জ্বরে কাতর।
আজ স্বাধীনতা মানে এফডিসি নামে
অশ্লীলতার আসর,
স্বাধীনতা মানে মিডিয়াগুলো
যৌন জ্বরে কাতর।
মায়ের জাতি অপমান আজি
রাস্তায় পথে ঘাটে,
ইজ্জত আব্রু ঢাকার লাগি
বস্ত্রও নাহি জোটে।
মায়ের জাতি অপমান আজি
রাস্তায় পথে ঘাটে,
ইজ্জত আব্রু ঢাকার লাগি
বস্ত্রও নাহি জোটে।
ঐ মায়ের জাতির অপমান আমি
দেখিতে কভু চাইনি,
ঐ মায়ের জাতির অপমান আমি
দেখিতে কভু চাইনি,
তাইতো আমি বিদ্রোহী আর
কথাগুলো বে-আইনী।
স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা
স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা (৪ বার)
আজ স্বাধীনতা মানে লিখনীর নামে
ধর্মকে দেয় গালি,
শিক্ষার ঝুলি মাথায় নিয়েও
বিবেক দিয়েছে বলি।
আজ স্বাধীনতা মানে লিখনীর নামে
ধর্মকে দেয় গালি,
শিক্ষার ঝুলি মাথায় নিয়েও
বিবেক দিয়েছে বলি।
ইচ্ছেমত আবোলতাবোল
বকিছে ধর্মদ্রোহী,
যাহা ইচ্ছে বলবে তাহা
স্বাধীনতা এতো নহি।
ইচ্ছেমত আবোলতাবোল
বকিছে ধর্মদ্রোহী,
যাহা ইচ্ছে বলবে তাহা
স্বাধীনতা এতো নহি।
স্বাধীনতা নামে ধর্মে আঘাত
দেখিতে আমি চাইনি,
এই স্বাধীনতা নামে ধর্মে আঘাত
দেখিতে আমি চাইনি,
তাইতো আমি বিদ্রোহী আর
কথাগুলো বে-আইনী।
স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা,
স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। (৪ বার)
যাহা পেয়েছি তাহা চাইনি আমি,
চেয়েছি যাহা পাইনি।
যাহা পেয়েছি তাহা চাইনি আমি,
চেয়েছি যাহা পাইনি।
তাইতো আমি বিদ্রোহী আর
কথাগুলো বে-আইনী।
স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা,
স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। (৮ বার)
#islamic_song #islamic_gojol #bangla_gojol #gojol #song #new_gojol #new_song #naat #islamic_naat #nasheed #islamic_nasheed #nashid #islamic_nashid
#ইসলামিক_গান #ইসলামিক_গজল #ইসলামিক #ইসলামী_সংগীত #ইসলামিক_সংগীত #ইসলামীক #সংগীত #ইসলামিক_নাশীদ #ইসলামিক_নাশিদ #নাশিদ #নাশীদ #ইসলামীক_গান #ইসলামীক_গজল #গান #গজল #বাংলা #বাংলা_গান #বাংলা_গজল #নতুন_গজল #নতুন_গান #পুরাতন_গজল #পুরাতন_গান #আগের_গজল
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: