বঙ্কিমের বন্দেমাতরম্’এ উদ্বুদ্ধ হয়েই রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’। দুই গানের ভাব, বাণী ও সুর এক
Автор: Aarkathi
Загружено: 2025-11-20
Просмотров: 9
বন্দেমাতরম মন্ত্রগীত আর ‘আমার সোনার বাংলা’ গানদুটির মধ্যে ঝগড়া নেই কোনো। বঙ্কিমের রচনা থেকে উদ্বুদ্ধ হয়েই আমার সোনার বাংলা’ গানটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ। ‘বন্দেমাতরম’ মন্ত্রগীত থেকে ‘আমার সোনার বাংলা’ এবং ব্যাক টু ‘বন্দেমাতরম’ গান— দুটি গানের ভাব, বেস সুর, বাণীতে অসম্ভব মিল, পৃথক শুধু তাল। বঙ্কিমের বন্দেমাতরম থেকে উদ্বুদ্ধ হয়েই রবীন্দ্রনাথের ঐ গান। দুইটি গানকে পরস্পর-সংযুক্তভাবে গেয়ে এবং ভাষ্য সহকারে দেখানোর প্রয়াস করলাম দুটি গানের কী অসম্ভব সাদৃশ্য — অথচ এ রাজ্যের একদল লোক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে গান দুইখানি নিয়ে একটি কাজিয়া বাঁধানোর চেষ্টা করেছিল।
গায়নের ত্রুটি নিজগুণে মার্জনা করবেন। #vandemataram
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: