ডুলাহাজরা সাফারী পার্ক, এ যেন নতুন অনুভূতি ও অন্যরকম অভিজ্ঞতা/ Dulahazra Safari Park
Автор: Green Sky Explorer
Загружено: 2025-10-27
Просмотров: 871
#ডুলাহাজরাসাফারী র্ক #DulahazaraSafariPark
ডুলাহাজরা সাফারী পার্ক, এ যেন নতুন অনুভূতি ও অন্যরকম অভিজ্ঞতা——————————
ডুলাহাজারা সাফারি পার্ক যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক নামেও পরিচিত। ২০০১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের কক্সবাজারের চকোরিয়া উপজেলায় প্রতিষ্ঠিত একটি সাফারি পার্ক, যেখানে পশুপাখি মুক্ত অবস্থায় বিচরণ করে। এটি বাংলাদেশের প্রথম সাফারি পার্ক। কক্সবাজার জেলা সদর হতে উত্তরে পার্কটির দূরত্ব ৪৫ কি:মি: এবং চকরিয়া সদর হতে দক্ষিণে ১১ কি:মি:। এর আয়তন প্রায় ২২০০ একর। পার্কের প্রবেশ মূল্য প্রাপ্ত বয়স্ক ১০০/- (একশত টাকা), অপ্রাপ্ত বয়স্ক (৬—১১ বছর) ৫০/- (পঞ্চাশ টাকা), বিদেশী দর্শনার্থী ১০০০/- (এক হাজার টাকা)। ডুলাহাজারা সাফারি পার্ক মূলত হরিণ প্রজনন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হলেও এখানে বাঘ, সিংহ, হাতি, ভালুক, গয়াল, কুমির, জলহস্তী, মায়া হরিণ, সম্বর হরিণ, চিত্রা হরিণ, প্যারা হরিণ প্রভৃতি প্রাণীও রয়েছে। এই পার্কে স্বাদুপানির কুমির যেমন আছে, তেমনি আছে লোনা পানির কুমির। এছাড়াও ২০১৭ থেকে এ পার্কে তৈরী করা হয়েছে কৃত্রিম আফ্রিকান সাফারি যেখানে আফ্রিকান প্রাণী হিসেবে রয়েছে জেব্রা ও নু—হরিণ। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে বিভিন্ন বেষ্টনীতে দেশি—বিদেশি বিভিন্ন প্রজাতির ৮৫টি পাখি, ৬৯টি সরীসৃপ ও ১৫০টি স্তন্যপায়ী প্রাণী রয়েছে । এছাড়াও পার্কে হরিণ, বানর, বন বিড়াল, মেছোবাঘ, বুনো শূকর, সজারু, বনমোরগ, ফিঙে, ঘুঘু, চিলসহ বিভিন্ন প্রজাতির প্রাণী উন্মুক্ত অবস্থায় রয়েছে। এছাড়া শীতকালে বিভিন্ন প্রজাতির পাখির কলতানে মুখরিত হয়ে ওঠে পার্কের বিভিন্ন লেক ও জলাশয়।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
সবার প্রতি রইলো অসংখ্য ভালোবাসা । চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
🔔🔔 Subscribe My Channel : / @shohelrana0815x
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: