LMIA কী ? কানাডায় জব অফার পেতে হলে ওই কোম্পানির LMIA প্রয়োজন হবে।
Автор: Sakib Canada
Загружено: 2020-12-30
Просмотров: 20212
অনেকে জব অফার নিয়ে কানাডা তে আসতে চান। অনেকে জব অফার পেতে নানা ধরণের প্রতারকদের খপ্পরে পরে। তারা হাতিয়ে আপনার হাজার হাজার টাকা। মনে রাখবেন এল এম এই এ ছাড়া কানাডাতে জব অফার পাওয়া সম্ভব না। আপনাকে এখানে জব পেতে হলে আপনাকে এল এম এই এ লাগবে ই। তাছাড়া আপনাকে ইন্টিরিভিউ দিয়ে ওই জব এ ঢুকতে হবে। আপনি যে দেশে অবস্থান করছেন সেখান থেকে অন লাইন এ ইন্টারভিউ দিতে পারেন। এর জন্য আপনাকে ভিজিটর হিসাবে কানাডায় আসার দরকার নাই।
এই বিষয় গুলি নিয়ে কাজী হাসান ভাই এর সাথে কথা বলেছি। আশা করি এই ভিডিও টি আপনাদের উপকারে আসবে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: