শিল্পী জিসান হকের ডিজিটাল প্রিন্ট প্রদর্শনী
Автор: Arts of Bangladesh
Загружено: 2025-12-31
Просмотров: 147
শিল্পী জিসান হক দেশ ছাড়েন ১৯৭৯ সালে। যুক্তরাষ্ট্র হয়ে পরে থিতু হন কানাডায়। বিদেশে পড়শোনা, প্রশিক্ষণ, বিয়ে ও সংসারের ফাঁকে ফাঁকে চালিয়ে নিয়েছেন শিল্পচর্চা। বন্ধুদের অনুপ্রেরণায় ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রথম একক প্রদর্শনী হয় তাঁর ছবির। পরে নিউইয়র্ক ও কানাডার টরোন্টোতে একক প্রদর্শনী করেছেন। বাংলাদেশে এটি তাঁর তৃতীয় একক প্রদর্শনী।
ঐতিহ্যবাহী পরিবার জিসানদের। এই পরিবারের কথার উল্লেখ রয়েছে ইতিহাসবিদ মুনতাসীর মামুনের লেখায়ও। ‘ঢাকা : স্মৃতি বিস্মৃতির নগরী’ বইয়ে তিনি লিখেছেন, জমিদার আবুল খায়রাত মোহাম্মদের প্রথম পুরুষ মুন্সী আলম। ইয়েমেনে তাঁর জন্ম। মুন্সী আলমের দুই ছেল মুন্সী গুল বকস, আরেকজন মুন্সী নূর বকস। নূর বকসের ছেলে মৌলভী আবুল খায়রাত মোহাম্মদ। তাঁর দুই ছেলের একজন আবুল হাসনাত ও আরেকজন আবু জাফর জিয়াউল হক ওরফে নাবালক মিয়া।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: