Epic Kolakham Road Trip: The Adventure to Changey Falls | BSS RoadTrip
Автор: BSS RoadTrip
Загружено: 2025-07-02
Просмотров: 238
কোলাখাম এখানে হাত বাড়ালেই আকাশ ছুতে পারবেন। মেঘের গায়ে হাত বোলাতে পারবেন। লাভা থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ৬৫০০ ফুট উচ্চতায় এই গ্রাম। কোলাখামের বিশেষত্বই হল এর নির্জনতা। ঝকঝকে নীল আকাশের গায়ে দেখতে পাবেন চকচকে কাঞ্চনজঙ্ঘাকে। এখানে নেপালের রাই সম্প্রদায়ের মানুষের বাস তাও মাত্র ৬০-৭০ টি ঘর রয়েছে এই এলাকায়।
নেওড়া ভ্যালির মধ্যে দিয়ে গাড়ি করে আসতে আসতে অপূর্ব সৌন্দর্য দেখে মুুগ্ধ হবেন আপনি।
নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় অবস্থিত একটি জাতীয় উদ্যান। ১৯৮৬ সালের এপ্রিল মাসে সরকারিভাবে ঘোষিত হয় এই জাতীয় উদ্যান। ৮৮ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এই অরণ্য ছড়িয়ে আছে। এই বনাঞ্চলের অনেকটাই আজও দুর্গম। সেই দুর্গমতার কারণেই প্রাণীকূল এবং উদ্ভিদকূল এই অরণ্যে এখনও নিরাপদ। বড় বড় গাছের এই জঙ্গলের বহু জায়গা এতই ঘন যে দিনের বেলাতেও অনেক জায়গায় সূর্যের আলো পউছায় না।
জঙ্গলে বাঘ আছে কিনা সেটা নিয়ে বিতর্ক থাকলেও লেপার্ড, বনবিড়াল ও কালো ভাল্লুক, কাঠবিড়ালি, লাল পাণ্ডা, দেশি বনরুই, সম্বর হরিণ, বন ছাগল ও অসংখ্য পাখির আবাসস্থল এই জঙ্গল।
ছাঙ্গে ফলস হলো উত্তরবঙ্গের সর্বোচ্চ উচ্চতার জলপ্রপাত। জলপ্রপাতটি ২,২০০ মিটার (৭,২১৮ ফুট) উচ্চতায় অবস্থিত । প্রায় ১৫০ ফুট উচ্চতা থেকে নীচে নেমে আসছে স্ফটিক স্বচ্ছ জল। এত উঁচু থেকে জল নিচে পড়ার ফলে প্রচন্ড আওয়াজের সৃষ্টি হচ্ছে।
#roadtrip #kolakham #changeyfalls #neoravalleynationalpark #ChangeyFalls #ChangeyWaterfalls #Kolakham #Kalimpong #Kalimpong #LavaKalimpong #Waterfall #Nature #NatureLovers #OffbeatTravel #TravelIndia #IncredibleIndia #HimalayanEscape #Trekking #MountainVibes #HiddenGems #EcoTourism #AdventureTravel
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: