একটি বিদায়ের গল্প( A farewell story)
Автор: Suman Chakraborty
Загружено: 2025-11-16
Просмотров: 87
বিদায় শব্দটি কখনোই সহজ নয়। বিশেষ করে যখন বিদায় নিতে হয় সেই মানুষটিকে, যিনি কেবল পাঠ্যসূচি শেখাননি, শেখিয়েছেন মানুষ হতে—তখন বিদায়ের ঢেউ মনের ভেতর এক অদ্ভুত শূন্যতা তৈরি করে। একজন শিক্ষককে ঘিরে শিক্ষার্থীদের যে স্নেহ, বিশ্বাস, শ্রদ্ধা ও নির্ভরতার বৃত্ত তৈরি হয়, বিদায়ের মুহূর্তে সেই বৃত্তই কেঁপে ওঠে আবেগে।
স্কুলের আঙিনাটা সেদিন যেন অন্য রকম। সকালবেলার মৃদু রোদে মাঠটা একটু ঝিমিয়ে আছে, কিন্তু বাতাসে যেন কোনো অদৃশ্য ব্যাকুলতা। বিদায় মুহূর্তে অঝোরে বৃষ্টি হচ্ছে বাহিরে। শিক্ষার্থীরা কেউ কেউ নীরব, কেউবা মুখ ঢেকে হাসছে, আবার কারও চোখে লুকানো জল স্পষ্ট। এসব ঘটনার প্রেক্ষাপট নিয়ে এই বিদায় মঞ্চ। হয়তো গল্পটা আরো অনেক বড় ঠিক সূর্যাস্তের মতো শেষ স্মৃতি নিয়ে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: