কবিতা:তুমিও বলবে। কবি:কার্তিক ঘোষ।
Автор: আবৃত্তি কথন
Загружено: 2022-09-04
Просмотров: 209
কবিতাঃ " তুমিও বলবে "
লেখাঃ কার্তিক ঘোষ
কন্ঠে: রুদ্রনীল
ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো!
ভালো ছেলে মানে কি?
তুমিও বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি।
যে মেয়ে পেয়েছে অংকে একশ,
যে ছেলে ভূগোলে সেরা!
তারাইতো ভালো বলছে সবাই,
হিরের টুকরো এরা!
কাগজে ওদের ছবি ছাপা হয়
টিভিতে দেখায় মুখ।
তাদের জন্যে আমারওতো ভাই
আনন্দে ভরে বুক!
কিন্তু তোমায় বলছি কেন জানো?
দেখে শুনে পাই ভয়!
শুধু এত এত নম্বর পেলে কি
ভাল ছেলে, মেয়ে হয়?
আচ্ছা, ধরোনা যে মেয়ে পেয়েছে
অংকে অনেক কম,
তার গান শুনে মুগ্ধ সবাই,
হাততালি হরদম।
ওই যে ছেলেটা পাশ করে গেছে
এবারেও টেনেটুনে
কিন্তু ও ভাই আমরা অবাক
তার আবৃত্তি শুনে!
নাটকেও তার নেশা আছে খুব,
পরের বিপদে ছোটে,
পাড়ার তিন্নী বাংলায় নাকি
ত্রিশ পেয়েছে মোটে!
কিন্তু মেয়েটা খেলাধুলোতে
দশখানা গায়ে নামী!
সত্যিই! তবুও তোমরা বলবে
ওরা নয় কেউ দামী?
চাই যে অনেক ইঞ্জিনিয়ার,
চাই আরো ডাক্তার!
পাশাপাশি চাই, শিল্পী, খেলুড়ে,
স্নেহময়ী সিস্টার!
কম নম্বর পাওয়া ছেলেটাই
কারিগর বলে আজ,
দেশটা গড়তে তার হাতে দেখো
কত দরকারী কাজ।
পরের দুঃখে কাতর যে মেয়ে
মুখটি করেছে কালো!
কম নম্বর পেয়েছে বলে কি
বলবে না ওকে ভাল?
অভাবের টানে কলেজে পড়েনি,
ছোট দরমার বাড়ি,
তবুও ছেলেটা বাবামা'কে দেখে,
ভাড়াতে চালায় গাড়ি!
তাই বলছি কি, শুধু এত, এত নম্বরে
হয় নাকি মাপ কাঠি?
ভাল ছেলেমেয়ে বলতে কি ভাই,
মানুষ চাইছি খাঁটি!!
/ @আবৃত্তিকথন-ঙ৫ঠ
THIS IS OUR YOUTUBE CHANNEL LINK😇 KEEP WATCHING ❤AND DON'T FORGET TO SUBSCRIBE 🙏
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: