বিজ্ঞানে মুসলিমদের অবদান: ইন্জিনিয়ারিং, মেডিসিন, জীববিজ্ঞান ও প্রযুক্তি | ডা. শামসুল আরেফিন শক্তি
Автор: The Alchemist's Network
Загружено: 2025-12-16
Просмотров: 318
বিজ্ঞানে মুসলিমদের অবদান: ইন্জিনিয়ারিং, মেডিসিন, জীববিজ্ঞান ও প্রযুক্তি | ডা. শামসুল আরেফিন শক্তি | Light Of Quran | The Alchemist's Network
.
.
Webinar slide : https://drive.google.com/drive/folder...
.
.
কনটেস্ট সম্পর্কে বিস্তারিতঃ
Andalusia to Samarkand: Let’s Discover Our Roots.
আসসালামু আলাইকুম।
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে—The Alchemist's Network এবং লাইট অফ কুরআন –এর যৌথ উদ্যোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হতে যাচ্ছে একটি অনন্য, ব্যতিক্রমী ও ঐতিহাসিক একাডেমিক আয়োজন—
“Muslim Legacy Across Disciplines – Academic Fest 2026”
আমাদের আছে এক সোনালী অতীত, সমৃদ্ধ জ্ঞানচর্চার ইতিহাস, বিজ্ঞান–দর্শনের উজ্জ্বল ঐতিহ্য।কিন্তু সেই বৈভবের স্মৃতি আজ অনেকটাই মলিন। আত্মপরিচয়ের সেই প্রাচীন শেকড়কে পুনরাবিষ্কার করার উদ্দেশ্যে— ৮টি অনুষদের অধীনে ৪০টিরও বেশি ডিসিপ্লিনে মুসলিম মনীষীদের অবদান ও ইসলামিক দৃষ্টিভঙ্গি নিয়ে আয়োজন করা হচ্ছে এই একাডেমিক ফেস্ট।
এবারের Fest-এ শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য থাকছে তিনটি আকর্ষণীয় সেগমেন্টঃ
১. Poster Presentation
২. Content Writing
৩. Quiz Competition
⚪ বিশেষ ঘোষণা: আমরা লক্ষ্য করেছি—অনেক শিক্ষার্থীই মুসলিমদের বৈজ্ঞানিক, বুদ্ধিবৃত্তিক ও গবেষণাভিত্তিক ঐতিহ্য সম্পর্কে যথেষ্ট ধারণা রাখে না। তাই শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণা দিতে বিভিন্ন ডিসিপ্লিনভিত্তিক কয়েকটি অনলাইন সেশন আয়োজন করা হবে ইনশাআল্লাহ।
🔺 রেজিস্ট্রেশন এবং কনটেন্ট রাইটিং জমা দেওয়ার শেষ তারিখ: ৭ জানুয়ারি ২০২৬
🔺 পোস্টার প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী: ১৮ জানুয়ারি ২০২৬ (সম্ভাব্য)
🔺 স্থান: ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া
🔺 রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা (শুধুমাত্র পোস্টার ও কনটেন্ট রাইটিং-এর জন্য। কুইজ সবার জন্য ফ্রি)
🔺 রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/rNjaeuMTEZ2AiGYq5
⚪ নিয়মাবলিঃ
১) পোস্টার ও কনটেন্ট অবশ্যই নিজস্ব, মৌলিক ও সূত্রনির্ভর হতে হবে।
২) বাংলা অথবা ইংরেজি—উভয় ভাষাতেই অংশগ্রহণ করা যাবে।
৩) অংশগ্রহণকারীরা চাইলে তিনটি সেগমেন্টেই অংশ নিতে পারবেন।
৪) এক ফ্যাকাল্টির স্টুডেন্ট অন্য ফ্যাকাল্টির বিষয়ে লিখতে পারবে না, তবে নিজ ফ্যাকাল্টির একাধিক ডিসিপ্লিনে লিখতে পারবে।
৪) রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে সাবমিশন গ্রহণযোগ্য হবে না।
৫) পোস্টার Exhibition Day-তে প্রিন্ট কপি প্রদর্শন করতে হবে।
৬) নির্বাচিত লেখা ও পোস্টার সংকলিত বইতে প্রকাশ করা হবে।
৭) বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
আপনি যদি আপনার বিষয়ে মুসলিমদের অবদান জানতে চান, শেকড় খুঁজে পেতে চান, কিংবা নিজের ডিসিপ্লিনে নতুন আলো ছড়াতে চান—এই Fest আপনার জন্য।
.
.
Connect with us:
🔴 The Alchemist's Network : https://www.facebook.com/profile.php?...
🔴 লাইট অফ কুরআন : / lightofquraniu
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: