Bagbazar Sarbajanin Pujo 2018
Автор: The Curious Bong Trotter
Загружено: 2019-09-26
Просмотров: 101
কলকাতার সাবেকী আর ঐতিহ্যমন্ডিত বারোয়ারী পুজোগুলোর নাম করতে গেলে সবচেয়ে আগে আসে বাগবাজার সার্বজনীনের নাম। ট্র্যাডিশন মেনে শুরু থেকেই ডাকের সাজের একচালা প্রতিমা, ১০০ বছর পার করে আজও তার সাবেকীয়ানা হারায় নি। থিমের হাতছানি এড়িয়ে বাগবাজার সার্বজনীন সযত্নে তার স্বকীয়তা ধরে রেখেছে। এখানে পুজোর আচারও চলে সাবেকী রীতি মেনেই।
বিজয়াদশমীর দিন মাকে সিঁদুরদান আর সিঁদুরখেলা বাগবাজারের পুজোর অন্যতম আকর্ষণ। শুধু আশেপাশের এলাকা নয়, বহু দুরদুরান্ত থেকেও মহিলারা এই মন্ডপে ভিড় জমান সিঁদুর খেলার জন্য। তাকিয়ে দেখার মত তাঁদের সাজসজ্জা আর গয়নাগাঁটি। দশমীর সকাল থেকেই সাজোসাজো রব আর উৎসবের পরিবেশ।
গতবছর মানে ২০১৮ সালে বাগবাজারের পুজো পা দিয়েছিল শততম বর্ষে। বিজয়া দশমীর দিন তোলা এই ভিডিওতে রইল সিঁদুরখেলার কিছু মুহূর্ত।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: