সুখী আক্তারের কঠিন জীবন সংগ্রাম | ইত্যাদি পঞ্চগড় পর্ব ২০২০
Автор: Fagun Audio Vision
Загружено: 2020-02-09
Просмотров: 1581803
ঠাকুরগাঁও জেলার সদর থানার গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্রী। নাম সুখী হলেও জীবনে সুখ কি তা সে এখনো দেখেনি। বেঁচে থাকার জন্য শিক্ষা লাভের অদ্যম ইচ্ছের জন্য তাকে প্রতিনিয়ত জীবনযুদ্ধ করে যেতে হচ্ছে। সুখী আক্তার-তার মা, ৮০ বছর বয়সী বৃদ্ধা নানী এবং ৬ বছর বয়সী ভাই সাইফুলকে নিয়ে এই এক কইে কোন রকম বসবাস করছেন। শৈশবেই সে হারিয়েছে তার বাবাকে। বাবা হামিদুল ইসলাম বাদাম বিক্রি করে কোনরকমে সংসার চালাতেন। বাবার মৃত্যুর পর সংসারের দায়িত্ব এসে পরে সুখীর উপর। কারণ সংসারে উপার্জন করার মত সে ছাড়া আর কেউ নেই। কারণ তার মা শিউলী আক্তার বাক ও শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় সেভাবে কেউ কাজ দেয় না। নানী বৃদ্ধা, শ্রবণ প্রতিবন্ধী এবং বয়সের ভারে চলাফেরায় প্রায় অক্ষম। ছোট ভাইটিও বাক প্রতিবন্ধী। এদের সবার দেখাশোনা এবং ভরণপোষন করতে হয় কিশোরী সুখীকেই। সুখী তাই কাজ করেন। অন্যের বাড়িতে ঝিয়ের কাজ, গৃহস্থালীর কাজ। ঘর ধোয়া, ঘর মোছা, থালা-বাসন মাজা, কাপড় ধোয়া সবই করতে হয় এই কিশোরী মেয়েটিকে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত, আবার স্কুল থেকে ফিরে রাত ১০টা পর্যন্ত। এরই মধ্যে আবার অবসর খুঁজে তাকে পড়াশুনাও করতে হয়।
গত ৩১ জানুয়ারি ২০২০ তারিখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধারণকৃত ইত্যাদিতে তার উপর একটি প্রতিবেদন প্রচার করা হয় এবং ইত্যাদির মঞ্চে তাকে কেয়া কসমেটিকসের পক্ষ থেকে ইত্যাদির মাধ্যমে দুই লক্ষ টাকার একটি চেক প্রদান করা হয়।
Subscribe to our channel Fagun Audio Vision and watch more shows of Ityadi and creations of Hanif Sanket.
Warning:
This audio-visual element is copyrighted content of Fagun Audio Vision, Dhaka, Bangladesh. Any unauthorized publishing is strongly prohibited.
#ইত্যাদি #সংগ্রামী #জীবনসংগ্রামী #অদম্য
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: