জামালপুরের ঐতিহ্যবাহী জামাই মেলা || জামাই মেলা || Traditional Jamai Mela of Jamalpur
Автор: SM MULTIMEDIA
Загружено: 2022-03-20
Просмотров: 4637
জামালপুর জেলার সদর উপজেলায় ৭নং ঘোড়াধাপ ইউনিয়নের গোপালপুর বাজারে বসেছে ঐতিহ্যবাহী জামাই মেলা। গোপালপুরের ঐতিহ্যবাহী এই জামাই মেলা নতুন কোনো আয়োজন নয়। ঐতিহ্যবাহী এই মেলা যুগ যুগ ধরে চলে আসছে। প্রায় দুই'শ বছর ধরে চলে আসা এই জামাই মেলা জামালপুর জেলার সকল শ্রেনী-পেশার মানুষের নিকট অতি জনপ্রিয় মেলা। জামালপুরের এই জামাই মেলা চৈত্র মাসের ১ম দিন থেকে শুরু হয়ে চলে ৩ চৈত্র পর্যন্ত। তবে এ মেলা আনুষ্ঠানিক ভাবে তিনদিনে শেষ হলেও চলে প্রায় ১৫ দিনেরও বেশি সময় ধরে। গোপালপুরের এই জামাই মেলাকে ঘিরে বাঁশচড়া, লক্ষীরচর, নান্দিনা, নরুন্দি ও ঘোড়াধাপ ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে আনন্দের যেন শেষ নেই। জামাই মেলা চলাকালীন সময়ে এই এলাকায় সকল মেয়ে ও জামাইকে দাওয়াত দেয়ার প্রচলন আদিকাল থেকেই। এলাকার মেয়েরা তাদের বাপের বাড়ি ও জামাতাগণ মেলা উপলক্ষে তাদের শ্বশুর বাড়িতে একত্রিত হন। তাই এই মেলাকে জামাই মেলা বলা হয়। তবে যে নামেই আখ্যায়িত করা হোক না কেন ঐতিহ্যবাহী গোপালপুর মেলাকে কেন্দ্র করে জেলার পূর্বাঞ্চলের প্রত্যেক ঘরে ঘরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। বছর ঘুরে এই মেলাকে ঘিরে এলাকায় প্রাণ-চাঞ্চল্য ফিরে আসে। শুধু এই এলাকার নয়, দেশের বিভিন্ন স্থান থেকে জামাইগণ আসে গোপালপুরের এই জামাই মেলাতে।
জনশ্রুতি রয়েছে এক সময় এই গোপালপুর বাজারে ছিল একটি বিরাট বটবৃক্ষ। সেই বটবৃক্ষের নিচে বারুনি স্নান উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের লোকজন জমায়েত হতো। অধিক লোকের জমায়েত হওয়ার কারনে সেখানে মেলাও বসাতো। প্রথম দিকে মেলায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের আধিক্য থাকলেও পরবর্তিতে সেই মেলা আর হিন্দু সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। হিন্দুদের পাশাপাশি এলাকার মুসলিম সম্প্রদায়ের লোকজনও সেখানে মেলা বসাতে শুরু করে। কালক্রমে সম্প্রদায়িক সেই মেলাটি সার্বজনিন মেলায় রুপান্তরিত হয়। যুগ যুগ ধরে পালিত হয়ে আসা এই জামাই মেলা এখন আর ধর্মের ভিত্তিতে বিভক্ত নয়। বরং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে গোপালপুর জামাই মেলা এখন সবার জন্য উন্মুক্ত এবং সার্বজনিন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: