আল-মারকাজুল ইসলামী মৃতদেহ গোসল সেবায় ৩১ বছর। লাশ গোসল ও কাফন-দাফন সেবা।
Автор: Al Markazul Islami - AMI
Загружено: 2025-10-25
Просмотров: 39
Al Markazul Islami - AMI মৃতদেহ গোসল সেবায় ৩১ বছর।
আল-মারকাজুল ইসলামী (AMI) বাংলাদেশের একটি অরাজনৈতিক ও মানবিক সেবা প্রতিষ্ঠান। ১৯৮৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি ইসলামি শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবসেবার পাশাপাশি মৃতদেহ গোসল ও জানাজা সেবায় বিশেষ ভূমিকা রেখে আসছে।
৩১ বছর ধরে প্রশিক্ষিত টিমের মাধ্যমে দেশজুড়ে এই সেবা অব্যাহত রয়েছে। অসহায়, দুর্ঘটনায় মৃত কিংবা অচেনা মৃতদেহ— সবাইকে সমানভাবে মর্যাদা দিয়ে গোসল, কাফন ও দাফনের ব্যবস্থা করে আসছে তারা।
করোনা মহামারির সময় যখন সবাই ভয়ে দূরে ছিল, তখন আল-মারকাজুল ইসলামী-ই সবার আগে এগিয়ে এসে সর্বাধিক মৃতদেহ গোসল ও দাফনের দায়িত্ব পালন করে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।
মানবতার সেবায় নিরলস এই প্রতিষ্ঠান আজ জনবিশ্বাস ও আস্থার প্রতীক।
আল-মারকাজুল ইসলামী — মৃতদেহ গোসল সেবায় ৩১ বছরের নিবেদিত যাত্রা।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: