পৃথিবীর সবচেয়ে গরিব দেশ বুরুন্ডি | আদ্যোপান্ত | Burundi: The Poorest Country In The World
Автор: ADYOPANTO
Загружено: 2022-06-27
Просмотров: 1027752
বুরুন্ডি কিভাবে পৃথিবীর সবচেয়ে গরিব দেশে পরিণত হলো। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 : / adyopanto
বুরুন্ডি শব্দের অর্থ রুন্ডিদের ভূমি। আফ্রিকার কেন্দ্রে উচুনিচু মালভূমিতে শত শত বছর আগে রুন্ডি নামক জনগণ জঙ্গল পরিষ্কার করে বসবাসের উপযোগী একটি জনপদের সূচনা করেছিল। ১৬ শতকে বুরুন্ডি রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। এরপর বিভিন্ন সময় বিভিন্ন রাজার শাসনামলে রাজ্যটি সম্প্রসারিত হয়।
১৮৮০ এর দশকে ইউরোপীয় রাষ্ট্রগুলো আফ্রিকা মহাদেশকে নিজেদের মধ্যে ভাগ করে নিতে থাকে। সে সময় বুরুন্ডি চলে যায় জার্মানির একটি কোম্পানির হাতে যার নাম ছিল ‘জার্মান ইস্ট আফ্রিকা কোম্পানি’। ১৮৯০ এর দশকে সরাসরি দেশটির দখল নেয় জার্মান সরকার এবং বর্তমান পার্শ্ববর্তী দেশ রুয়ান্ডার সাথে যুক্ত করে গড়ে তোলা হয় ‘রুয়ান্ডা-উরুন্ডি’ উপনিবেশ।
১ম বিশ্বযুদ্ধের সময় বেলজীয় সৈন্যরা জার্মানদেরকে পরাজিত করে বুরুন্ডি দখলে নেয় এবং শুরু হয় বেলজীয় সামরিক শাসন। ১৯১৯ সালের দিকে ব্রিটেন ও বেলজিয়ামের একটি চুক্তির মাধ্যমে, বুরুন্ডি সরাসরি বেলজীয় সরকারের শাসনের অধীনে চলে আসে।
২য় বিশ্বযুদ্ধের পর, জাতিসংঘের অছি পরিষদের তত্ত্বাবধানে এটি বেলজিয়ামের শাসনাধীন অছি অঞ্চল হিসেবে ভূষিত হয়। অবশেষে ১৯৬২ সালে বুরুন্ডি স্বাধীনতা লাভ করে রাজতন্ত্র গঠন করে। বুরুন্ডি সেই সমস্ত রাষ্ট্রগুলির মধ্যে একটি যেখানে ব্রিটিশরা কখনো আক্রমণ চালায়নি।
📌 সাবস্ক্রাইব করুন : / adyopanto
নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই "🔔" বেল আইকনে প্রেস করুন
💻 যুক্ত হোন:
ফেইসবুক: / adyopanto
💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com
📌 For Copyright Related Issues, please contact us:
[email protected]
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: