UK May Intake University | Ulster University | IELTS ছাড়া UK Student Visa 2023 | Study in UK | NWC
Автор: NWC Education Bangladesh
Загружено: 2022-11-13
Просмотров: 2259
Study in the UK From Bangladesh
For studying abroad Bangladeshi students always prefer to study in the UK
UK তে যারা 2023 Intake এ এপ্লাই করার কথা ভাবছেন তারা অনেকেই হয়ত জানেন না যে UK তে January Intake এবং September Intake ছাড়াও Mey intake এ বেশ কিছু University তে এপ্লাই করা যায় ।
আজকে আমরা জানব UK তে May Intake 2023 তে এপ্লাই করা যাবে এমন একটি University যার নাম Ulster University । আজকে এই ভিডিওতে থাকছে Ulster University তে পড়তে গেলে Entry Requirements, Without IELTS এই UK University তে এপ্লাই করা যায় কিনা, Tuitions Fees , Popular Courses in Ulster University , Application Process সহ যাবতীয় তথ্য।
Ulster University ১৯৬৮ সালে Northern Ireland এ প্রতিষ্ঠিত হয় । এর বেশ কিছু ক্যাম্পাস থাকলেও স্টুডেন্ট এর কাছে সবচেয়ে জনপ্রিয় London Campus এবং Birmingham Campus । UK University দের মধ্যে এর Ranking 44।
Ulster University তে আপনি International Business, MBA , Law সহ Science , Arts , Business এর বেশ কিছু High Demanding সাবজেক্ট এ এপ্লাই করতে পারবেন । এই বিশ্ববিদ্যালইয়ে আপনি Work Placement সহ 24 Months Masters Proggrame এ ভর্তি হতে পারবেন যেটা আপনাকে থিওরি ও Practical Study এর সুযোগ করে দিবে। Work Placement সহ সাবজেক্ট এ আপনি একবছর লেখাপড়া করবেন এবং একবছর ওয়ার্ক প্লেসমেন্ট এর সুযোগ পাবেন।
Ulster University তে পড়াশোনা করতে গেলে আপনাকে Bachelor এ 2.2 CGPA থাকতে হবে। UK তে বেশিভাগ বিশ্ববিদ্যালয়ে Master's এ IELTS 6.5 লাগলেও Ulster Unviersity তে আপনি IELTS 6.0 দিয়ে Master's এ এপ্লাই করতে পারবেন।
তবে Bachelor প্রগ্রামে ভর্তি হতে চাইলে আপনাকে SSC এবং HSC তে 70% Marks বা 4.50 থাকতে হবে। অনেকেই যারা বংলাদেশে Bachelor প্রগ্রামে ভর্তি হয়েছেন তারা ২ বছর পড়াশোনার পর Ulster University তে Bachelor প্রগ্রামে ভর্তি হবার সূযোগ পাবেন।
এই University এর বড় একটি সুবিধা হলো Without IELTS এখানে QA Internal English Test এর মাধ্যমে Apply করা যায়। যেটি একদম Free এবং Exam Moudules IELTS এর মতোই। যাদের IELTS এক্সাম এর জন্য UK তে Apply করতে দেরী হচ্ছে তারা অবশ্যই এই University তে এপ্লাই করতে পারেন।
Ulster University তে আপনার ৩ টি Intake ভর্তি হতে পারবেন । January, September এবং May । January Intake ও September Intake এ সকল Subjects থাকলেও May Intake এ সকল Subjects এভেইলেবল থাকে না।
Ulster University তে সাবজেক্ট অনুযায়ী Tuitions Feesআলাদা হয়ে থাকে। সাধারনত Tuitions Fees ১৩৫০০ পাউন্ড থেকে ১৬৫০০ এর ভিতর Ulster University এর হয়ে থাকে। এছাড়াও এই Tuitions Fees এর উপর Academic Result ও IELTS স্কোর এর উপর ভিত্তি করে স্টূডেন্ট রা 2000-3000 পাউন্ড Scholarship পেয়ে থাকে। এছাড়াও এই University Installment এ Tuitions Fees পে করার সুযোগ দিয়ে থাকে।
Ulster University তে ভর্তি হবার জন্য আপনার পাসপোর্ট , সকল একাডেমিক ডকুমেন্টস, সিভি, রিকমেন্ডেশন লেটার এবং English Test এর রেজাল্ট সহ এপ্লিকেশন করতে হবে। এপ্লিকেশন এর পর ভার্সিটি থেকে অফার ইস্যু করবে। অফার এর পর Minimum Deposit করে স্টুডেন্ট CAS Interview এর জন্য কল পায় । CAS Interview পাশ করলে Cas Letter ইস্যু করা হয় যেটা দিয়ে Visa Application করতে হয়।
আরো তথ্য জানতে অথবা এপ্লিকেশন এর জন্য যোগাযোগ করুনঃ
NWC Bangladesh:
🟢Dhaka_Office:
House: 09 (Level-2), Road: 04, Block: F, Chairmanbari, Banani, Dhaka -1213.(Next to Banani Chairmanbari Mosque)
019 5848 2102, +880 16 4447 4563, +880 18 4845 2415
🟢Sylhet_Office: Al-Hamra Shopping complex (9th Floor) Sylhet.
+8801304022511, +8801709366072 , +8801730745413
🟢Moulvibazar Office:
Madhuban Building,(1st Floor)15/1, Sylhet Road, Kushumbagh C/A, Moulvibazar, 3200
+88 01709332743, +880 1922-244345
🟢Chattogram Office:
kazirbag, House 85, Road 7, O.R Nizam Road, Nasirabad Chittagong
+8801712777503
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: