৬ বছরের ক্ষুদে গণিতবিদ জারিফ | ক্যালকুলেটর ছাড়াই অংকের ফলাফল ও বয়স বলে ভাইরাল বিস্ময়বালক
Автор: dActive TV
Загружено: 2019-12-05
Просмотров: 624129
#জারিফ_ওয়ালিদ #অসাধারণ_প্রতিভা #WorldRecord
শিশুটির নাম জারিফ ইকবাল ওরফে ওয়ালীদ। বয়স মাত্র ছয় বছর। বাংলা, ইংরেজিসহ সব বিষয়ই সহজে শিখে ফেলে সে। তবে গণিতের মতো কঠিন বিষয়ে বিরল প্রতিভার জন্য স্থানীয় লোকজন শিশুটিকে ‘খুদে গণিতবিদ’ বলে ডাকে। তার সঙ্গে কথা বলতে ভিড় করে উৎসুক মানুষ।
জারিফ পাবনার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর ইউনিয়নের সোনাহারা গ্রামের জাফর ইকবাল ও আক্তার বেগম দম্পতির দ্বিতীয় ছেলে। বনওয়ারী নগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র সে।
ওই বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, প্রথম শ্রেণিতে শিশুদের ১ থেকে ৫০ পর্যন্ত সংখ্যা চেনানো হয়। পঞ্চাশের ঘরের যোগ-বিয়োগ শেখানো হয়। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা, ছোট সংখ্যা থেকে বড় সাজানো এবং সাধারণ যোগ-বিয়োগের মধ্যেই গণিতশিক্ষা সীমাবদ্ধ থাকে। কিন্তু জারিফ বয়সের তুলনায় অনেক বেশি এগিয়ে গেছে। যোগ-বিয়োগ ছাড়িয়ে গুণন-ভাগ সবই আয়ত্তে নিয়েছে। ক্যালকুলেটরের সহযোগিতা ছাড়াই শুধু মেধা দিয়ে সে যেকোনো সংখ্যার যোগ-বিয়োগ, গুণন-ভাগ মুহূর্তের মধ্যে করে দিতে পারছে। বিস্ময় সৃষ্টি করেছে জন্মসাল ও জন্মতারিখ শুনে সঙ্গে সঙ্গে দিন, মাস, বছরসহ বয়স বলে দিয়ে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: