আত্মনাশ ও আনন্দ একটি স-তর্ক হলফনামা। পর্ব-২। আব্দুল কাফি। রাঘব বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতা-৬।
Автор: Tritiyo Parisar
Загружено: 2025-08-24
Просмотров: 3334
অধ্যাপক আব্দুল কাফি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক৷ ক্লাসের পড়ানো থেকে শুরু করে সভাসমিতির বক্তৃতা অথবা অনুবাদের কাজ থেকে শুরু করে মননশীল প্রবন্ধ-নিবন্ধ লেখার কাজ, সর্বত্রই অধ্যাপক কাফি কোনো এক জাদুতে যেন পেরে যান মানুষের মনে একদম সেইখানটাতে পৌঁছে যেতে, সৃষ্টিশীল সত্তার চিরকালের লক্ষ্য থাকে যেখানটায় যাওয়ার৷
ষষ্ঠ রাঘব বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতায় তিনি সাহিত্য সম্পর্কে তাঁর ধারণার কথা বলতে গিয়ে তুলে ধরলেন আত্মনাশ এবং আনন্দের পারস্পরিক সম্পর্কের কথা৷ অভিনবগুপ্ত থেকে কান্ট হয়ে রবীন্দ্রনাথ এবং আরও অনেক ভুবনখ্যাত চিন্তাবিদের চিন্তাসূত্র জুড়ে জুড়ে তিনি ক্রমশ স্পষ্ট করে তুললেন সাহিত্যে কীভাবে এক ধরনের আত্মনাশের ঘটনা ঘটে এবং তার থেকেই কীভাবে সৃষ্টি হয় আনন্দ!
সস্তা কথার বস্তাপচা সাহিত্য সমালোচনার বাজারে, অধ্যাপক কাফির সেদিনের বলা কথাগুলো শ্রোতারা সকলেই যে বিনাতর্কে মেনে নিতে পেরেছিলেন এমন হয়তো নয়৷ তাছাড়া তর্কের অবকাশ তো আগাম নিজের বক্তৃতার শিরোনামেই রেখে দিয়েছিলেন কাফি৷ তবে মেনে নেওয়া যাক অথবা না-যাক, মন ছুঁয়ে যাওয়া এই কথাবৃত্তান্ত যুক্তিতর্কের যে পরিসর তৈরি করে, তাতে চিন্তাশীল মানুষমাত্রেই যে সাগ্রহে সংযুক্ত হতে চাইবেন, সে নিশ্চিন্তি আমরা আগাম দিয়ে রাখলাম৷
#Tritiyoparisar
#AbdulKafiJadavpurUniversity
#RaghavBandyopadhyayMemorialLecture
#Literatureandselfdissolution
#AbhinavaguptaKantTagoreliterature
#Philosophyofliteratureandjoy
#Bengaliliteraturecriticism
#ProfessorAbdulKafilecture
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: