গাবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র || gabrakhali garo pahar || হালুয়াঘাট, ময়মনসিংহ
Автор: Ankur024
Загружено: 2025-12-11
Просмотров: 102
গাবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র || gabrakhali garo pahar || হালুয়াঘাট, ময়মনসিংহ
প্রাকৃতিক সৌন্দয্যের অসিম লীলাভুমি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার গাবরাখালী ও গলইভাংগা গ্রাম।এই দুটি গ্রামে রয়েছে ময়মনসিংহের গারো পাহাড় নামে খ্যাত এর একাংশ ।এর অপরুপ প্রাকৃতিক সৌন্দয্য মুগ্ধ করে সকল বয়সের মানুষকে। বাহিরের এলাকা থেকেও মানুষ আসে এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য। সমতল ভূমি পরিবেষ্টিত পাহাড়, পাখির কলরব আর সোনালী সূর্যের সূর্ক্ষাস্তক্ষণ দেথতে অনেক সুন্দর । ১২৫ একর এলাকা জুড়ে ছোট-বড় ৬৭টি পাহাড় নিয়ে গাবড়াখালি পাহাড় গঠিত। পাহাড়গুলো ৭০ফুট থেকে ২০০ ফুট উচু হবে।
৩১ ডিসেম্বর ২০২০ খ্রি: তারিখ ময়মনসিংহ জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ মিজানুর রহমান মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাবরাখালি গারো পাহাড় পর্যটন কেন্দ্রের মডেল উন্মোচন ও রেস্ট হাউজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এখানে আছে পিকনিক স্পট, প্যাডেল বোট, শিশু পার্ক, রেষ্ট হাউজ, কাঠের ব্রিজ, কানেকটিং ব্রিজ ও ফুড পার্ক।
পর্যটন কেন্দ্রের সৌন্দর্য বৃদ্ধিতে উপজেলা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে পাহাড়ের টিলায় ওঠার জন্য করা হয়েছে স্টিলের সিঁড়ি, গাড়ি রাখার জন্য রয়েছে গাড়ি পার্কিং জোন।
সবুজ প্রকৃতির টানে শহরের কোলাহল আর অবসাদ কাটাতে মানুষ ছুটে আসে গাবরাখালী পাহাড়ে, হারিয়ে যায় প্রাকৃতিক সৌন্দর্যে। মানসম্মত খাবার হোটেল, রাত্রি যাপনের ব্যবস্থা এবং রাস্তাঘাটেরর উন্নয়ন হলে এলাকাটি হয়ে উঠবে একটি মনোরম পর্যটন কেন্দ্র।
#গাবরাখালীগারোপাহাড় #gabrakhali #গাবরাখালী #গারোপাহাড়ময়মনসিংহ #ময়মনসিংহ
#গারোপাহাড় #হালুয়াঘাট #garohills
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: