কালো পিঁপড়া কামড় দিলে ব্যাথা লাগেনা কেন? লাল পিঁপড়া গুলি কি হিন্দু?
Автор: FactAura Bangla
Загружено: 2024-10-12
Просмотров: 370
কালো পিঁপড়া ও লাল পিঁপড়ার মধ্যে পার্থক্য?
কেন লাল পিঁপড়া কামড়ালে ব্যাথা লাগে অথচ কালো
পিঁপড়া কামড় দিলে ব্যাথা লাগেনা।
রাসূল (ছাঃ) ছুরাদ পাখি, ব্যাঙ, পিঁপড়া ও হুদহুদ পাখি মারতে নিষেধ করেছেন (আবুদাউদ হা/৫২৬৭ প্রভৃতি; মিশকাত হা/৪১৪৫; ছহীহুত তারগীব হা/২৯৯০)। তবে মানুষকে কষ্টদানকারী পিঁপড়া মারা বৈধ (ফাৎহুল বারী ৬/৩৫৮১; বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব; উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ২২/১৬৪)। তাছাড়া যে কোন প্রাণীই বিনা কারণে মারা উচিৎ নয়। কেননা প্রতিটি প্রাণীই আল্লাহর তাসবীহ পাঠ করে। রাসূল (ছাঃ) বলেন, ‘কোন এক নবীকে একটি পিঁপড়া কামড় দিলে তিনি পিঁপড়ার বসতি জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দেন। তখন আল্লাহ তার প্রতি অহি করলেন যে, তোমাকে একটি পিঁপড়া কামড় দিয়েছে, তাতেই তুমি সব পিঁপড়াকে মেরে ফেলার হুকুম দিলে? পিঁপড়া কি তাসবীহ পাঠ করে না? (বুঃ মুঃ মিশকাত হা/৪১২২ ‘শিকার ও যবহ’ অধ্যায়)।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: