৫ ক্রমের ম্যাজিক বর্গ গঠন।
Автор: Mehedi E School
Загружено: 2020-12-10
Просмотров: 48817
সকল বিজোড় সংখ্যক ম্যাজিক বর্গের একই নিয়ম।
৬ ক্রমের ম্যাজিক বর্গ গঠনঃ • ৬ ক্রমের ম্যাজিক বর্গ গঠন । 6*6 magic squa...
Mehedi E School এর পক্ষ থেকে স্বাগতম ,
প্রতিদিন নতুন ভিডিও আপলোড করা হয়।
তাই এখনই সাবস্ক্রাইব করে ফেলো Mehedi E School চ্যানেলটি !!!
সকল বিজোড় সংখ্যক ম্যাজিক বর্গের একই নিয়ম।
কেনো এতো লাফালাফি ম্যাজিক বর্গ নিয়ে? কি আছে এই ম্যাজিক বর্গে? ম্যাজিক বর্গের কি শুধু একটাইবৈশিষ্ট্য? কতো কিছুরই তো সূত্র আছে, ম্যাজিক বর্গের কি কোন সূত্র নেই? এর নামম্যাজিক বর্গই বা হলো কেনো?- যাদের মাথায় এই প্রশ্নগুলো এসেছে কিংবা আসি আসি করছেতাদের জন্যই আজকের এই ম্যাজিক বর্গের ৪র্থ পর্বটি।
আপনাদের নিশ্চয় মনেআছে, ম্যাজিক বর্গ হলো একটিবর্গাকার ছক যেখানে কিছু সংখ্যা এমন প্যাটার্নে সাজানো হয় যাতে সংখ্যাগুলোকেউপর-নিচ, পাশাপাশি কিংবা কোণাকুণি যোগ করলেও সর্বদা একই যোগফল পাওয়া যায়। ম্যাজিকবর্গ মূলত এই বৈশিষ্ট্যের জন্যই বিখ্যাত। কিন্তু প্রশ্ন হচ্ছে, ম্যাজিক বর্গের কিআর কোনো বৈশিষ্ট্য নেই? অবশ্যই আছে।
#Magic #square
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: