937- আজ দেখুন ব্লাক বেঙ্গল ছাগলের খামার -র.ই.মানিক চিত্রপুরী । R.I.Manik.Chitrapuri Krishichitra
Автор: চিত্রপুরী কৃষিচিত্র
Загружено: 2023-07-30
Просмотров: 726804
ব্ল্যাক বেঙ্গল বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, বিহার এবং ওড়িশা অঞ্চলের পাওয়া ছাগলের একটি জাত। ছাগলের প্রজাতিটির অধিকাংশ কালো হলেও বাদামী, ধূসর এবং সাদা বর্ণের ছাগলও রয়েছে।
এদের আকার খাটো হলেও এদের লোম নরম এবং মসৃণ। এদের শিং ছোট এবং পা খাটো। পিট সমতল হয়ে থাকে। এদের কান ১১-১৪ সেন্টিমিটারের মধ্যে হয় এবং সামনের দিকে সুচালো থাকে ।
পুরুষ ছাগল ২৫-৩০ কেজির মতো ওজনের অধিকারী হয়, যেখানে মাদী (নারী) ছাগলের ওজন ২০-২৫ কেজি। প্রাপ্তবয়স্ক ছাগলের উচ্চতা ৫০ সেন্টিমিটারের মতো হয়। সাধারণত উভলিঙ্গের ছাগলেরই দাঁড়ি গজায়।
দুধ উৎপাদন ক্ষমতা কম হলেও কম পরিমাণের খাদ্য চাহিদা এবং বেশি পরিমাণে বাচ্চা উৎপাদনের কারণে বাংলাদেশে ব্ল্যাক বেঙ্গল ছাগলের বেশ চাহিদা রয়েছে।
আজ দেখুন -
এ.আর গোট ফার্ম,
তালিম নগর আমিনপুর পাবনা ।
প্রয়োজনে- 01766 599 487, 01744 989544
চিত্রপুরী ফেজবুক পেইজ - / r.i.manik.krishi
র.ই.মানিক - / @rimanikchitrapuri
চিত্রপুরী ভিলেজ কুকিং- / chitrapurivillagecooking
প্রয়োজনে- 01712 250700
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: