🍁8th Fanus Festival 2025 Live Streaming🍁
Автор: rbl live
Загружено: 2025-10-19
Просмотров: 120
চলো পাল্টাই কমিউনিটি
২০১৭ থেকে পরিবেশ রক্ষায় ও বন্ধুত্বে একজোট হয়েছি
বেলদা ও আশেপাশের মানুষ, যারা মাটির কাছে, সবুজের সাথে থাকেন,
আমরা চলো পাল্টাই কমিউনিটি—২০১৭ সালে বেলদায় শুরু হওয়া একদল প্রতিবেশী, বন্ধু আর স্বপ্ন দেখা মানুষের দল। শুরু থেকেই আমাদের পথ একটাই: নিজের এলাকাকে নিজেরাই বদলাই—সরল হাতে, খোলা মনে, সবার সঙ্গে একসাথে।
আমাদের যাত্রাপথ (২০১৭–এখন)
স্বচ্ছতা অভিযান: রাস্তা, বাজার, পাড়া—যেখানে সম্ভব প্লাস্টিক ও আবর্জনা তুলে পরিষ্কার করেছি; স্কুল–কলেজে সচেতনতার কথা পৌঁছে দিয়েছি।
বর্ষাকালের উদ্যোগ: বেলদা ও আশেপাশের বিদ্যালয়, কলেজ ও সরকারি অফিসে বৃক্ষরোপণ কর্মসূচি, বনমহোৎসব, অরণ্য সপ্তাহ পালন, এবং গাছ লাগানোর উদ্যোগ নিয়ে পোস্টার, টক–সেশন ও ছোট ছোট কর্মসূচি।
ফানুস ফেস্টিভ্যাল: শব্দবাজি আর বায়ুদূষণের বিকল্প উৎসব—হাজার হাজার ফানুস রাতের আকাশে। সঙ্গে থাকে সঙ্গীতানুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনা—আনন্দ, আলো আর দায়িত্বের একসাথে উদযাপন।
ক্রীড়াক্ষেত্রে অবদান: বেলদার মানুষদের সহায়তায় বেলদা লীগের মতো ঐতিহ্যশালী ক্রীড়া আয়োজনগুলোকে এগিয়ে নেওয়া—নতুন প্রজন্মকে মাঠে ফেরানো।
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
:: যে কোনো অনুঠানের জন্য ::
'' সঙ্গে থাকছে ''
!! RBL LIVE !! BELDA!! DEULI !! PASCHIM MEDINIPUR !!
[মো - ৯৪৩৪৪১২৯৪৪/ ৮৯১৮০৫৬৯১৪]
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: