ঢাকার খাল গুলোর মধ্যে সবচেয়ে পুরনো খাল রামচন্দ্রপুর, এর বর্তমান অবস্থা দেখুন || Ramchandrapur Canal
Автор: Dhaka Mac
Загружено: 2026-01-15
Просмотров: 357
রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল পুনরুদ্ধার হওয়ার পর আবার বেদখল হয়ে যাচ্ছে। খালের ভেতর দেয়াল তুলে, মাটি ভরাট করে দখলের চেষ্টা করছে স্থানীয় প্রভাবশালীরা। যে ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করে খাল খনন শুরু হয়েছিল, সেখানে এখন ইট ভাঙার মেশিনের স্ট্যান্ড করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সূত্রে জানা গেছে, খালের পাড়ে ময়লা ফেলা রোধে সিসি ক্যামেরা বসানো হবে যাতে খালগুলো পরিষ্কার করার পর আর কেউ ময়লা ফেলতে না পারে। পর্যায়ক্রমে একের পর এক অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান চালানো হবে। উদ্ধারের পর খালগুলো সংস্কার করা হবে। খাল উদ্ধারের পর খালের পাশে ওয়াকওয়ে করা হবে, সাইকেল লেন করা হবে। স্থায়ীভাবে এসবের সমাধান করা হবে। খাল পরিষ্কার থাকলে রোগবালাই কম হবে। মশার প্রজনন কমে যাবে। দুর্গন্ধ থাকবে না।
#রামচন্দ্রপুর_খাল
#ramchandrapur_canal
#dhakauddan
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: