চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক সিঙ্গুরের জগদ্ধাত্রী পুজো 🤩
Автор: Vibe With Krittika
Загружено: 2025-10-29
Просмотров: 46
🌼 সিঙ্গুরের জগদ্ধাত্রী পুজো 🌼
জগদ্ধাত্রী — শক্তির প্রতীক, মাতৃত্বের মমতা আর ধৈর্যের মূর্তি। সিঙ্গুরের জগদ্ধাত্রী পুজো শুধু এক উৎসব নয়, এটি এক আবেগ, এক ঐতিহ্য যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে একত্র করেছে।
পুজোর দিনগুলোয় সিঙ্গুর যেন আলোয় ঝলমল করে ওঠে। প্রতিটি প্যান্ডেল শিল্পকলার এক অপূর্ব নিদর্শন — কোথাও পুরাণের দৃশ্য, কোথাও আধুনিক ভাবনার ছোঁয়া। সন্ধ্যাবেলায় ধুনুচি নাচ, ঢাকের তালে তালে মন্ত্রোচ্চারণে ভরে ওঠে চারদিক।
ভোগের ঘ্রাণ, হাসির রোল, আলোকসজ্জায় মোড়া রাস্তা — সব মিলিয়ে সিঙ্গুরের জগদ্ধাত্রী পুজো এক অনন্য আনন্দমেলা। ভক্তি আর সৌন্দর্যের মেলবন্ধনে এই পুজো আজ শুধু সিঙ্গুর নয়, সমগ্র হুগলির গর্ব।
“মা জগদ্ধাত্রী আসুন আমাদের ঘরে, শান্তি, শক্তি আর মঙ্গল বর্ষণ করুন সকলের জীবনে।”
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: