কুল গাছে ফুল আসার পর কি করনীয় জেনে নিন! || How to care Indian jujube||
Автор: N.P's Gardening
Загружено: 2025-10-10
Просмотров: 236
🌸 কুল গাছে ফুল আসার পর সঠিক পরিচর্যা না করলে ফল আসতে সমস্যা হয়। তাই এই ভিডিওতে দেখানো হয়েছে কুল গাছের ফুল আসার পর কীভাবে যত্ন নিতে হবে, কী সার ব্যবহার করতে হবে, কতটা পানি দিতে হবে এবং কীভাবে রোগ-পোকার হাত থেকে গাছকে বাঁচানো যায়। আপনি যদি বাগান করতে ভালোবাসেন এবং সুস্থ-সুন্দর কুল গাছ চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য একেবারে পারফেক্ট!
👉 ভিডিওটি ভালো লাগলে Like, Comment & Share করতে ভুলবেন না। আর বাগান সম্পর্কিত নতুন নতুন টিপস পেতে Channel Subscribe করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।
🍃 গাছে ফুল আসা মানেই সঠিক যত্ন নেওয়ার সময় শুরু! বিশেষ করে কুল গাছে ফুল ফোটার পর সঠিক পরিচর্যা না করলে ফল ঝরে পড়ে যায় বা ভালো ফল পাওয়া যায় না। তাই আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি ফুল আসার পর কুল গাছের জন্য কোন সার সবচেয়ে ভালো, কীভাবে গাছে পানি দিতে হবে, আর রোগ-পোকা নিয়ন্ত্রণ করার উপায়।
🌱 আপনার বাড়ির কুল গাছ যাতে সুস্থ থাকে এবং প্রচুর ফল ধরে, সেই সব গোপন টিপস জানুন এই ভিডও।
🌼 কুল গাছের ফুল আসার পর কী কী কাজ করা জরুরি? কোন সার, কোন পরিচর্যা করলে গাছ বেশি ফল দেবে? এ ছাড়াও ফুল ঝরে যাওয়া বন্ধ করার উপায়, রোগ-পোকার হাত থেকে রক্ষা পাওয়ার কৌশল সব কিছুই থাকছে এই ভিডিওতে।
💚 যদি আপনিও চান আপনার বাগানের কুল গাছ ভরে উঠুক প্রচুর ফলে, তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন।
📢 বাগান সম্পর্কিত আরও টিপস ও নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। Subscribe করতে ভুলবেন না!
---
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: