দেখুনঃ কেকেআরের রিটেইন ও রিলিজ করা খেলোয়াড়দের সম্ভাব্য তালিকা! kkr retained and released players2026
Автор: Cricket Bangla
Загружено: 2025-11-11
Просмотров: 3715
দেখুনঃ কেকেআরের রিটেইন ও রিলিজ করা খেলোয়াড়দের সম্ভাব্য তালিকা!!
আইপিএলের ৩য় শক্তিশালী দল হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। যারা ২০২৪ আইপিএলে সর্বশেষ শিরোপা জয়লাভ করে। কিন্তু এরপরের আসরে অর্থাৎ ২০২৫ আইপিএলে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেনি দলটি। আজিংকিয়া রাহানের অধীনে এই কেকেআর পয়েন্ট তালিকার ৮ম স্থানে ছিলো। আর এমনবাজে খেলার মুল কারণ ছিলোঃ কেকেআর ২০২৪ চ্যাম্পিয়ন দলের গুরুত্বপুর্ন কিছু খেলোয়াড়দের ছেড়ে দেয় এবং নিলাম থেকে অফ ফর্মে থাকা খেলোয়াড় কিনে নেয়। তবে আসন্ন আইপিএলের আগে কেকেআর নিজেদের দল ভেঙ্গে চুরে শক্তিশালী স্কোয়াড তৈরির একটা পরিকল্পনা করেছে। আর এই পরিকল্পনার কিছুটা বাস্তবায়ন দেখা যাবে চলতি মাসে খেলোয়াড় ধরে রাখা এবং ছেড়ে দেওয়ার তালিকা ঘোষণার মাধ্যমে। যাইহোক চলুন একনজরে দেখে নেয়ঃ কেকেআর নিলামের আগে যেসব খেলোয়াড়দের রিলিজ ও রিটেইন করতে পারে তাদের সম্ভাব্য তালিকাঃ
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: