Suzuki Avenis 125cc (3 Years Later Review) 3 বছর পর কি অবস্থা? Full review suzuki avenis 125
Автор: Manna review
Загружено: 2025-12-31
Просмотров: 277
Suzuki Avenis 125cc (3 Years Review)
3 বছর পর কি অবস্থা?
আজকে আমি আপনাদের দেখাবো Suzuki Avenis 125cc স্কুটার — প্রায় ৩ বছর নিয়মিত চালানোর পর এখন এর আসল কন্ডিশন কেমন আছে।
ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে।
Daily Use,
আমি এই স্কুটারটা ডেইলি দরকারি কাজে, বাজার আর শর্ট ট্রিপে ব্যবহার করেছি।
শহরের ট্রাফিক হোক বা একটু খারাপ রাস্তা — এখনো চালাতে বেশ স্মুথ লাগে।
Engine & Performance,
৩ বছর পরেও ইঞ্জিন সাউন্ড এখনো ক্লিন।
পিক-আপ আগের মতোই ভালো আছে, 125cc হিসেবে পাওয়ার যথেষ্ট।
রেগুলার সার্ভিস করলে ইঞ্জিনে কোনো বড় সমস্যা আসে না।
Mileage Update,
নতুন অবস্থায় মাইলেজ ছিল ভালোই,
এখন ৩ বছর পর শহরের মধ্যে গড়ে 45–50 kmpl পাচ্ছি।
হাইওয়েতে চালালে আরও একটু বেশি পাওয়া যায়।
Comfort & Ride Quality,
সিট এখনো কমফোর্টেবল, লং রাইডেও ব্যাক পেইন হয় না।
সাসপেনশন মাঝারি রাস্তার জন্য ঠিকঠাক কাজ করে।
Maintenance Cost,
মেইনটেনেন্স খরচ একটু বেশি
নরমাল সার্ভিস চার্জ, তেল পরিবর্তন — সব মিলিয়ে বাজেট ফ্রেন্ডলি।
Pros & Cons,
✅ ভালো ডিজাইন
✅ স্মুথ ইঞ্জিন
✅ ডেইলি ইউজের জন্য পারফেক্ট
❌ হাই স্পিডে একটু ভাইব্রেশন
✅ হেডলাইট পাওয়ারফুল
Final Verdict,
সব মিলিয়ে, ৩ বছর পরেও Suzuki Avenis 125cc এখনো এককথায় দারুণ,
আপনি যদি স্টাইলিশ আর রিলায়েবল স্কুটার খুঁজছেন, এটা অবশ্যই কনসিডার করতে পারেন।
Outro:
ভিডিওটা ভালো লাগলে লাইক 👍 করবেন,
কমেন্টে আপনার প্রশ্ন লিখুন ✍️
আর এমন রিয়েল রিভিউ পেতে মান্না রিভিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 🔔 ধন্যবাদ
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: