ঠান্ডার সময় মুরগী ও মুরগীর বাচ্চা বাঁচানোর সেরা উপায় | শীতে বাচ্চা মুরগী পালন যা না জানলে চলবে না
Автор: Shokher Khamar Pabna
Загружено: 2025-12-03
Просмотров: 150
ঠান্ডার সময় মুরগী ও মুরগীর বাচ্চা বাঁচানোর সেরা উপায় | শীতে বাচ্চা মুরগী পালন যা না জানলে চলবে না”
🔥 ১. শীতে বাচ্চাদের জন্য সঠিক তাপমাত্রা
“ঠান্ডার সময় বাচ্চা মুরগীর সবচেয়ে বেশি প্রয়োজন হয় উষ্ণ পরিবেশ।
👉 প্রথম সপ্তাহে প্রয়োজন: 32–35°C
👉 দ্বিতীয় সপ্তাহ: 28–30°C
👉 তৃতীয় সপ্তাহে: 26–28°C
যদি তাপমাত্রা কমে যায়, বাচ্চারা গাদাগাদি করে এক জায়গায় দাঁড়াবে—এটা বিপদের সাইন।”
________________________________________
🔥 ২. ব্রুডিং হাউস প্রস্তুত করা
“শীতের আগেই ব্রুডিং রুম পরিষ্কার ও শুকনো রাখতে হবে।
👉 মেঝেতে কাগজ, করাতের গুঁড়া বা ভুষি ব্যবহার করুন।
👉 বাতাস ঢোকার সব ফাঁকফোকর বন্ধ করতে হবে।
👉 রুমে যেন কুয়াশা বা ঠান্ডা বাতাস ঢুকতে না পারে।”
________________________________________
🔥 ৩. হিটার বা তাপ দেওয়ার পদ্ধতি
“বাচ্চাদের উষ্ণ রাখতে নিচের যেকোনো একটি ব্যবহার করতে পারেন—
✔ বড় লাইট (100W – 200W)
✔ ইলেকট্রিক হিটার
✔ কয়লার চুলা (খুব সাবধানে)
✔ গ্যাস হিটার
মনে রাখবেন—
🔥 আগুন যেন দূরে থাকে
🔥 ধোঁয়া যেন ঘরে না ঢোকে।”
________________________________________
🔥 ৪. খাবার ও পানি ব্যবস্থাপনা
“ঠান্ডায় বাচ্চাদের খাবার কমে যায়, তাই—
👉 শক্তি বাড়ানোর জন্য স্টার্টার ফিড দিতে হবে।
👉 পানিতে ভিটামিন–C, ইলেকট্রোলাইট, ও গ্লুকোজ দিলে ঠান্ডা প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
👉 পানি যেন সবসময় হালকা গরম হয়।”
________________________________________
🔥 ৫. বায়ু চলাচল (Ventilation)
“অনেকে ভুল করে শীতে রুম পুরো বন্ধ করে রাখেন।
এতে বাতাসে অ্যামোনিয়া জমে বাচ্চা অসুস্থ হয়ে যায়।
👉 তাই রুম গরম রাখবেন কিন্তু হালকা বাতাস চলাচল রাখতে হবে।”
________________________________________
🔥 ৬. রোগ প্রতিরোধ (Cold Season Diseases)
“শীতে বাচ্চারা যেসব রোগে বেশি আক্রান্ত হয়—
● নিউমোনিয়া
● কোক্সিডিওসিস
● সর্দি–কাশি
● রানিং নোজ
👉 সাপ্তাহিক ভ্যাকসিন ঠিকমতো দিন।
👉 ভিটামিন A–D–E সিরাপ দিতে পারেন।”
________________________________________
🔥 ৭. রাতের বিশেষ যত্ন
“ঠান্ডায় রাতেই সবচেয়ে বেশি সমস্যা হয়।
👉 রাতের তাপমাত্রা বারবার চেক করুন।
👉 হিটার বা লাইট সবসময় চালু রাখুন।
👉 বাচ্চারা ছড়িয়ে থাকলে বুঝবেন তাপ ঠিক আছে।
👉 গাদাগাদি করলে বুঝতে হবে ঠান্ডা বেশি।”
________________________________________
📌 ভিডিওর Ending (Outro):
“বন্ধুরা, এভাবেই শীতের সময় খুব সহজে মুরগীর বাচ্চা বাঁচিয়ে রাখা যায়।
যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।
নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন ভিডিওতে।
ধন্যবাদ সবাইকে।”
#ঠান্ডায়_মুরগী
#মুরগী_পালন
#বাচ্চা_মুরগী
#poultry_farming
#broiler_farming
#deshi_murgi
#poultry_tips
#winter_care_chicks
#brooding_system
#poultry_business
#poultry_training
#farm_tips
#shokher_khamar_pabna
#chicken_farming
#winter_farming_tips
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: