হাজার হাজার ওজনের এইসব স্ক্র্যাপ জাহাজ সফলভাবে বিচিং করতে হয় পূর্ণমাত্রার জোয়ারের সময়।
Автор: Sitakund ship breaking-সীতাকুণ্ড শীপ ব্রেকিং
Загружено: 2025-12-15
Просмотров: 42
বিদেশ থেকে আমদানিকৃত স্ক্র্যাপ জাহাজ দ্রুত গতিতে চালিয়ে উপকূলের শিপ ব্রেকিং ইয়ার্ডে
ভেড়ানো পরের দৃশ্য!
অত্যন্ত সতর্কতার সঙ্গে বিশাল আকৃতির এসব জাহাজ বিচিং করতে হয়। বিদেশ থেকে এসব জাহাজ বিদেশি ক্যাপ্টেনরা চালিয়ে আনলেও জাহাজ বিচিং আমাদের দেশের অভিজ্ঞ ক্যাপ্টেনরাই করে থাকেন।
জাহাজ গুলো বিদেশ থেকে বিভিন্ন মালামাল বহন করে নিয়ে আসে চট্টগ্রাম বন্দরে। এরপর মালিক জাহাজটিকে স্ক্র্যাপ ঘোষণা করে। স্ক্র্যাপ জাহাজটি কিনে নেয় বাংলাদেশের শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিকগন।
হাজার হাজার ওজনের এইসব স্ক্র্যাপ জাহাজ সফলভাবে বিচিং করতে হয় পূর্ণমাত্রার জোয়ারের সময়।
জাহাজ বিচিং এর স্থানে হলুদ ও সাদা ছয়টি পতাকা উড়িয়ে চিহ্নিত করে দেওয়া হয় শিপ ব্রেকিং ইয়ার্ডের।
প্রায় ছয় নটিক্যাল মাইল (এক নটিক্যাল মাইল সমান ১.৮৫ কিলোমিটার) দূর থেকে জাহাজটি চালিয়ে এনে বিচিং করা হয়।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: