প্রনমী চরণে দিনহীন সন্তানে বিশ্ব পতি তুমি পরমও দয়াল | Delwar Qawwal | মাইজভাণ্ডারী দর্পণ
Автор: মাইজভাণ্ডারী দর্পণ
Загружено: 2022-09-05
Просмотров: 1504
স্বাগতম !
মাইজভাণ্ডারী দর্পন ইউটিউব চ্যানেলে।
মাইজভাণ্ডারী দর্শণ প্রচারের লক্ষ্যে...
প্রণমি চরণে, দীন হীন সন্তানে
রচয়িতাঃ কবিয়াল রমেশ শীল
প্রণমি চরণে, দীন হীন সন্তানে, বিশ্ব পতি তুমি পরম দয়াল।
করুণা নয়নে চাও দীন পানে, ভক্তি শূণ্য আমি অধম ছাওয়াল।।
চন্দ্র সূর্য্য তারা জীব জড় যত, প্রাণ রূপে তুমি সর্ব ঘটে স্থিত,
তুমি শুদ্ধ সত্য, তুমি মুক্ত নিত্য, তুমি স্বর্গ মর্ত্ত তুমি সে পাতাল।।
আমার জ্ঞান বুদ্ধি বল, তুমি সে সম্বল,
তুমি বিনে আমার আর কে আছে বল,
মাতা, পিতা, বন্ধু, ভাই, তুমি বিনে কেহ নাই,
চিরদিন আমি ভব দয়ার কাঙ্গাল।।
#মাইজভাণ্ডারী_দর্পণ #mbdarpon
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: