Organic Pesticide & Fungicide make easily at home ; জৈব কীটনাশক ও ফাঙ্গাসনাশক বাড়িতে সহজেই তৈরি করুন
Автор: সাধের ছাদ বাগান। Sadher Chhad Bagan
Загружено: 2020-04-29
Просмотров: 317855
বন্ধুরা
অনেকেই জানতে চেয়েছেন তাদের বাড়িতে সব্জি ও ফল গাছের জন্য অর্গানিক পেস্টিসাইড কিভাবে বাড়িতে তৈরি করা যায়? যে গুলো ব্যবহার করে গাছের সকল রোগ পোকার আক্রমণ খুব সহজেই দমন করা যাবে এবং শরীরে কোনো বিষক্রিয়াও হবে না।
বাজারে জৈব পেস্টিসাইড এর ভীষণ অভাব।
এই অবস্থা থেকে মুক্তির উপায় খুঁজতে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে, স্বল্প মূল্যে, ছয় ছয়টি অপরিহার্য ১০০% বিশুদ্ধ Organic #পেস্টিসাইড_আর_ফাঙ্গিসাইড বানিয়ে দেখালাম।
সহজ সরল এবং ভীষণ Power Ful এই পদ্ধতি গুলো আমি নিজে Apply করে দারুন রেজাল্ট পেয়েছি। তাই শেয়ার করলাম আপনাদের সকলের সাথে।
ট্রাই করে দেখুন, অসাধারণ লাগবে।
ভালো ও সহজবোধ্য মনে হলে নিচের লিঙ্ক টি Copy করুন আর Paste করে খুব সহজেই শেয়ার করুন আত্মীয়,সজ্জন ও বন্ধু বান্ধব দের সাথে , ফেসবুক, Whatsapp ও ম্যাসেঞ্জার এর মাধ্যমে।
• Organic Pesticide & Fungicide make easily ...
পুনশ্চ
ব্যবহার করবার নিয়ম
সবার কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, যে প্রসেস গুলো আমি বলেছি সেগুলো গাছে প্রয়োগ করবার সময় হলো সূর্য অস্ত যাবার ঠিক আধ ঘন্টা আগে। তাই গরম কালে বিকেল 4.30 থেকে 5.30 এবং শীতকালে বিকেল 3.30 থেকে 4.30 হলো বেস্ট টাইম।
যেকোন একটি প্রসেস সপ্তাহে একদিন স্প্রে করা যাবে, 1 লিটার জলে ঔষধ মিশিয়ে কিন্তু 10 টি গাছের জন্য দিতে হবে।
যেমন উদাহরণ স্বরূপ বলতে পারি
প্রথম প্রসেস এ 1টি Disperin ট্যাবলেট (300 mg) চার লিটার জলে মেশাতে হবে।
এই চার লিটার জল কিন্তু 40 টি গাছের জন্য।
যাদের 10 টি গাছ আছে তারা 1/4 ট্যাবলেট (i.e.75 mg) 1 লিটার জলে মিশিয়ে 10টি গাছে স্প্রে করবেন।
অবশ্যই মাসে 1 বার।
কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন।
আপনাদের মূল্যবান মতামত আমাকে পরবর্তী ভিডিও করতে অনুপ্রেরণা যোগাবে।
খুব ভালো থাকুন,
সুস্থ থাকুন সব্বাই।
আপনাদের স্নেহের
বিনয়াবনত
Raju ভাই।
#শ্যামনগর
#উত্তর২৪পরগনা
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: