ময়দা ও ডিম দিয়ে তৈরি করুন ২টি ভিন্ন স্বাদের শীতকালীন পিঠা / Suji pitha recipe / সুজির পিঠা রেসিপি।।
Автор: Ashfika Sultana💖
Загружено: 2025-10-18
Просмотров: 143
ময়দা ও ডিম দিয়ে তৈরি করুন ২টি ভিন্ন স্বাদের শীতকালীন পিঠা / Suji pitha recipe / সুজির পিঠা রেসিপি
১টা ডিম আর সুজি দিয়ে মেহমানদের জন্য ১০ মিনিটে ঝটপট নাস্তা রেসিপি।
মজাদার এই নাস্তাটি বানাতে আমাদের যা যা লাগছে:-
১/একটা ডিম
২/হাফ কাপ চিনি
৩/হাফ কাপ গুড়া দুধ
৪/এক কাপ ময়দা
৫/হাফ কাপ সুজি
৬/স্বাদ অনুযায়ী লবণ
৭/এক টেবিল চামচ সয়াবিন তেল..
দেখতেই তো পারলেন মাত্রই অল্প কিছু উপকরণে তৈরি করে নেওয়া যায় মজাদার এই নাস্তাটা তারপর ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী এগুলোতে শেষ দিয়ে ভেজে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার এই নাস্তাটা অল্প কিছু উপকরণের হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এই মজাটা নাস্তা বা পিঠাটা হঠাৎ অতীতে আপনে কিন্তু আপনার এ ধরনের রাস্তাগুলো রাখতে পারেন বিকালের চায়ের আড্ডায় অথবা শুধু শুধু খেতেও কিন্তু অনেক মজার।
মজাদার এই নাস্তাটা বানাতে আমাদের যা যা লাগছে :-
১/একটা ডিম
২/হাফ কাপ চিনি
৩/সামান্য একটু লবণ
৪/হাফ চা চামচ বেকিং সোডা
৫/হাফ কাপ সুজি
৬/হাফ কাপ ময়দা
দেখতেই তো পারলেন মাত্র এই অল্প কিছু উপকরণে তৈরি করে নেওয়া যায় মজাদার এই পিঠাটা হাতের কাছে থাকা অল্প উপকরণ তৈরি করে দেওয়া যায় তবে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করে এ ধরনের নাস্তাগুলো এই নাস্তাটা আপনারা একবার বানিয়ে চাইলে এক মাসেরও বেশি সময় ধরে সংরক্ষণ করতে পারবেন যে কোন বক্সে রেখে বা যেকোনো এয়ারটাইট বক্সে রেখে কিন্তু সংরক্ষণ করা যাবে তো বানালে খুব বেশি করে বানাবেন না হলে কিন্তু একটাও নিজে ভাগ পাবেন না এতটা মজার হয় এই নাস্তাটা আমি তো চেষ্টা করি একবার বানালে একদম স্টোর করে রাখতে যেন পারি সে অনুযায়ী বানায় না হলে কিন্তু একদমই মন ভরে না।
আর এই নাস্তা টা খুদা নিবারণের সাথে সাথে কিন্তু পুষ্টির পুষ্টির একটি চাহিদা পূরণ করছে।
তো যদি অল্প খরচে অল্প সময় বাসায় এরকম দারুন কিছু নাস্তা বানানো যায় তাহলে বাহিরের অস্বাস্থ্যকর খাবার কেন আপনার বাচ্চাকে খাওয়াবেন অবশ্যই ঘরে বানিয়ে এরকম মজাদার নাস্তা গুলো বাসায় পরিবেশন করতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে।
১টা ডিম আর ময়দা দিয়ে মেহমানের জন্য ১০ মিনিটে ঝটপট নাস্তা তৈরির সহজ রেসিপি |
মজাদার এই নাস্তা টা বানাতে আমাদের যা যা লাগছে :-
১/এক কাপ ময়দা।
২/একটা ডিম
৩/চিনি
৪/লবণ
৫/সোডা
৬/তেল
মাত্র এই অল্প কিছু উপকরণে তৈরি করে নিতে পারবেন মজাদার এই নাস্তাটা এটা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে বাহিরের দিকটা মুচমুচে ভিতর দিকটা অনেক বেশি ফ্লেভার খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু এভাবে বাসায় বাড়ির পরিবেশন করতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে বড় বড় চেষ্টা করি আপনাদের সাথে একদম সহজ কিছু রেসিপি শেয়ার করার আজকেও তার ব্যতিক্রম নয় একদম সহজে একটি রেসিপি শেয়ার করেছি।
যাতে করে আপনার নতুন পুরাতন যারা আছেন সবাই যেন খুব সহজে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন।
#shortsviral #food #bdkitchen #dessertrecipes #cake #dessertideas #recipe #dessert #cooking #breaddessert #dessertrecipes #dessertideas #pitha #pitharecipe #pithabanano #pitha #nastarecipe #nasta #nastarecipebangla #bikalernasta #bikalersnacks #snacksrecipe #jhotpot #nastarecipebangla
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: