হরি হে, তুমি আমার সকল হবে কবে - অতুলপ্রসাদ সেন - Hari He Tumi Amar Sokol Hobe Kobe
Автор: বিশাখদত্ত
Загружено: 2021-07-17
Просмотров: 217155
(গানের ক্লাসের জন্য যোগাযোগ: ৯৭৪৮৪৮৮১৪৭)
হরি হে,
তুমি আমার সকল হবে কবে?
আমার মনের মাঝে, ভবের কাজে
মালিক হয়ে রবে।
আমার সকল সুখে, সকল দুখে
তোমার চরণ ধরব বুকে।
কন্ঠ আমার সকল কথায়
তোমার কথাই কবে।
কিনব যাহা ভবের হাটে
আনব তোমার চরণ-বাটে।
তোমার কাছে হে মহাজন
সবই বাঁধা রবে কবে?
আমি স্বার্থ-প্রাচীর করে খাড়া
গড়ব যবে আপন কারা
বজ্র হয়ে তুমি তারে
ভাঙবে ভীষণ রবে।
পায়ে যখন ঠেলবে সবাই
তোমার পায়ে পাইব ঠাঁই,
জগতের সকল আপন
হতে আপন হবে কবে?
শেষে ফিরব যখন সন্ধ্যাবেলা
সাঙ্গ করে ভবের খেলা
জননী হয়ে তখন
কোল বাড়ায়ে লবে।
অতুলপ্রসাদ সেন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: