আমার দাদু আমার দাদু || Amar Dadu Amar Dadu|| হৃদয়ের ছোঁয়া গান
Автор: Kushitara School Rhymes
Загружено: 2025-12-14
Просмотров: 32
প্রিয় দাদুভাইকে উৎসর্গ করে একটি হৃদয়স্পর্শী গান।
এই গানটি হলো সেই মানুষটির প্রতি শ্রদ্ধাঞ্জলি, যিনি শৈশবে আমাদের সবচেয়ে কাছের বন্ধু ছিলেন।
আর তার পুরনো দিনের গল্পগুলি যেন এক অমূল্য রত্ন।
Song Lyrics:
আমার দাদু আমার দাদু কত দিনের সাথী,
তাঁর গল্পে ফুরিয়ে যেতো সন্ধ্যা থেকে রাতি।
চশমা চোখে হাসেন তিনি, হাতে তাঁর ছাতা,
পুরোনো দিনের কত কথাগুলি সাজিয়ে রাখা গাঁথা।
সাদা চুল, নরম হাত, কাঁপা কাঁপা স্বর,
তবুও তাঁর ভালোবাসায় ভরে আছে ঘর।
ভুল করলে বকেন না, শুধু দেন হাসি,
তাঁর কাছে এসে যেন সব ক্লান্তি ভুলি।
মাঠের ধারে হাঁটতে যাওয়া, তাঁর হাতটি ধরে,
ছোট্ট আমার আবদারগুলো, যেতেন তিনি শুনে।
জীবন মানে কী, সব শিখিয়েছেন তিনি,
তাঁর ছায়াতেই আমার শৈশব, আজও ঋণী।
#আমারদাদু
#BanglaSong
#GrandfatherSong
#Dadu
#EmotionalSong
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: