মুর্শিদাবাদে অস্ত্রপাচার চক্র! পুলিশের action!
Автор: Friends of West Bengal Police
Загружено: 2025-05-22
Просмотров: 2499
স্পেশাল অপারেশনস গ্রুপ ও বহরমপুর থানার যৌথ অভিযানে বহরমপুরে গ্রেফতার অস্ত্র পাচারকারী
গতকাল সকাল ন'টা নাগাদ নির্দিষ্ট খবরের ভিত্তিতে বহরমপুর থানার অন্তর্ভুক্ত নওদাপাড়া রেল গেটের কাছে যৌথ অভিযান চালায় মুর্শিদাবাদ স্পেশাল অপারেশনস গ্রুপ এবং বহরমপুর থানা।
অভিযান শেষে গ্রেফতার করা হয় ফারাক্কা থানা এলাকার বাসিন্দা ৪২ বছরের হাবলু শেখকে। তার কাছ থেকে উদ্ধার হয় সাতটি দেশী ৭.৬৫ মি.মি. পিস্তল, ১৩টি খালি ম্যাগাজিন, ১০ রাউন্ড কার্তুজ এবং একটি মোটরসাইকেল।
প্রাথমিক জেরার মুখে সে স্বীকার করে, চার-পাঁচদিন আগে বিহারের মুঙ্গের থেকে এই অস্ত্রশস্ত্র যোগাড় করে সে, নিজের বাড়িতে রাখে এক সহযোগীর হাতে তুলে দেওয়ার উদ্দেশে।
যথাযথ ধারায় মামলা রুজু হয়েছে বহরমপুর থানায়। ধৃতকে আদালতে তোলা হবে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে। এই চক্রের অন্যান্য সদস্যদের সন্ধানে আরও অভিযান চলছে।
রইল এ বিষয়ে মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার মজিদ আহমেদ খান, আই.পি.এস -এর সাংবাদিক সম্মেলনের সংক্ষিপ্ত ভিডিও।
@Murshidabad District Police
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: