15 Aug National Mourning Day-Los Angeles ২০১৩
Автор: Jahan Hassan
Загружено: 2013-08-21
Просмотров: 188
http://wp.me/p3NBfw-qF
যথাযোগ্য মর্যাদায় লস এঞ্জেলেসের প্রবাসীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন করে।
অলিম্পিক পুলিশ কমিউনিটি সেন্টারে ক্যালিফোর্ণিয়া ষ্টেট আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে জাতির পিতার গৌরবময় জীবনালেখ্য নিয়ে স্থিরচিত্র ও চিত্রকর্ম প্রদর্শনী এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে তাঁর অসামান্য অবদানের ওপর আলোচনা, জাতির পিতা ও তাঁর পরিবারের শাহাদাত বরণকারী সদস্যবৃন্দের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মিলাদ মাহফিল, দোয়া ও বাণী পা্ঠের আয়োজন করে।
তিন পর্বের এই অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল, জাতীয় সংগীত, ১৫ ই আগষ্টে নিহত বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্য সহ ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত নেতা কর্মী ও মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা রেখে এক মিনিট নিরবতা, কোরান তেলাওয়াত ,গীতা ও ত্রিপিটক পাঠ। এরপর কলংকিত ১৫ আগস্ট ও বঙ্গবন্ধুর বর্নাঢ্য রাজনৈতিক জীবন ও তার রাজনৈতিক দর্শনের উপর বিভিন্ন বক্তা আলোকপাত করেন। অনুষ্ঠানের শেষ পর্বে মিলাদ ও ১৫ আগষ্টের নিহতদের আত্বার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: