School Road Test Fail? Here’s What You Need to Know | How to Pass with Confidence in Qatar"
Автор: Travelling Vlog Uk Gulf
Загружено: 2025-12-25
Просмотров: 175
🔴 স্কুল রোড টেস্ট ফেল হওয়ার কমন কারণ (মেসেজে যা থাকে)
1️⃣ Observation / Awareness Poor
মানে: রাস্তা ঠিকমতো লক্ষ্য করা হয়নি
কমন ভুল
আয়না (Mirror) চেক না করা
ব্লাইন্ড স্পট দেখা হয়নি
সিগন্যাল/সাইন চোখে না পড়া
✅ সমাধান:
👉 Mirror – Signal – Head Move (স্পষ্টভাবে)
👉 মাথা নড়াচড়া পুলিশ যেন দেখে
---
2️⃣ Lane Discipline Not Maintained
কমন ভুল
লেনের মাঝখানে গাড়ি না রাখা
হঠাৎ লেন পরিবর্তন
ইন্ডিকেটর না দেওয়া
✅ সমাধান:
👉 লেন বদলানোর আগে Mirror + Indicator + Head check
👉 ধীরে ও স্মুথ মুভ
---
3️⃣ Speed Control Issue
কমন ভুল
স্পিড বেশি
স্পিড কম করে ট্রাফিক আটকে দেওয়া
✅ সমাধান:
👉 Road অনুযায়ী speed
👉 School/Residential এ ধীরে
👉 Main road এ confident speed
---
4️⃣ Junction / Roundabout Mistake
কমন ভুল
Yield না করা
আগে ঢুকে পড়া
ভুল লেন ব্যবহার
✅ সমাধান:
👉 Roundabout এ ঢোকার আগে পুরোপুরি থামো
👉 Right দিকের গাড়িকে আগে যাওয়ার সুযোগ
5️⃣ Steering Control / Confidence Lack
কমন ভুল
Steering কাঁপা
Nervous driving
✅ সমাধান:
👉 দুই হাত ঠিকভাবে
👉 আত্মবিশ্বাসী কিন্তু safe driving
---
👮♂️ পুলিশ রোড টেস্টে কীভাবে গাড়ি চালাবো (সবচেয়ে গুরুত্বপূর্ণ)
✔ শুরু করার আগে
Seatbelt
Mirror adjust
Calm & confident
✔ চালানোর সময়
সবকিছু একটু বাড়িয়ে দেখাও (mirror check, head move)
কোন তাড়াহুড়া নাই
পুলিশ কথা বললে ছোট করে উত্তর
❌ যেগুলো করলে সরাসরি ফেল
Stop sign এ না থামা
Indicator ছাড়া লেন চেঞ্জ
Nervous হয়ে ভুল করা
Yield না করা
---
🟢 পাস করার GOLDEN RULES
✅ Safe - Speed
✅ Observation দেখাতে হবে
✅ Confidence খুব গুরুত্বপূর্ণ
✅ Simple driving, no heroism
---
📝 ফেল মেসেজ পেলে কী করবে
মেসেজ পড়ে ঠিক করো কোন জায়গায় সমস্যা
ওইটা নিয়ে extra practice
পরের টেস্টে ওই ভুল আর করো না
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: