নবাবীয়া থিম সং | বাড়ন্তী, কামালপুর, মৌলভীবাজার। Nobabiah Jame Masjid Qirat Teaching Complex
Автор: Katib TV
Загружено: 2024-07-13
Просмотров: 1239
আধুনিক বিশ্বে নবাবীয়ার বিশ্বায়ন
মৌলভীবাজার সদরের কামালপুর ইউনিয়নের অন্তর্গত উত্তর বাড়ন্তী একটি অজপাড়া গাঁ। মানুষের হৃদয়গুলো সেই গ্রামের মতই সুন্দর। উত্তর বাড়ন্তী এলাকার সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতায় নবাবীয়া জামে মসজিদে খোলা হয় ক্বেরাত প্রশিক্ষণ কোর্স। প্রসিদ্ধি লাভ করে অল্পদিনেই নবাবীয়া ক্বেরাত প্রশিক্ষণ কেন্দ্র। ২০১৯ ইংরেজিতে প্রতিষ্ঠিত এই কেন্দ্রটি চারবছর অতিক্রান্ত হওয়ার পথেই সনদ জামাতের অনুমোদন পায়। একইসাথে কেন্দ্রীয় পরীক্ষার মারকায হিসেবেও ঘোষিত হয়। অভিজ্ঞতায় পূর্ণ শিক্ষকগণের অপার পরিশ্রমে অল্পদিনেই নবাবীয়া উন্নিত হয় উচ্চতর বাৎসরিক কর্যক্রমের মতই। যে শিশুশিক্ষা প্রদর্শনী নিয়ে অন্যান্য প্রতিষ্ঠানগুলো দীর্ঘ মেয়াদি পদক্ষেপ নেয়, নবাবীয়া একমাসের একটি কোর্সেই দেখিয়ে দিতে পারে।
গত ২৬ রমজান ১৪৪৪ হিজরি মোতাবেক ১৮ এপ্রিল ২০২৩ ইংরেজি রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হয় নবাবীয়া ক্বেরাত প্রশিক্ষণ কেন্দ্র'র বিদায়ী অনুষ্ঠান। এ উপলক্ষে ছাত্র-ছাত্রীদের বিশ্বাসের নড়বড়ে ভিতকে শক্তিশালী করতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রথমে বাছাইপর্ব, সেখান থেকে দশজন দশজন করে মূলপর্ব অনুষ্ঠিত হয়। অভিজ্ঞ দুজন বিচারক দ্বারা নির্ণীত হয় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান। অতঃপর সর্বশেষ বিচারক ও সভাপতি সাহেবের মূল্যবান মূল্যায়নের মাধ্যমে প্রতিযোগিতা শেষ হয়।
নবাবীয়া ক্বেরাত প্রশিক্ষণ কেন্দ্র শুধু তার ছাত্র-ছাত্রীদের নিয়েই পড়ে না থেকে বেড়িয়ে পড়ে এলাকার শুদ্ধায়নে। স্বপ্নচারী হয়ে ভেসে বেড়ায় মানুষের দুয়ারে দুয়ারে। মানুষ কীভাবে দ্বীন শিখবে, কীভাবে ইসলাম সম্পর্কে জানবে— এই চিন্তা থেকে নবাবীয়া আয়োজন করেছে কামালপুর ইউনিয়ন ভিত্তিক কুইজ প্রতিযোগিতা। প্রায় তিনশোর ওপর প্রতিযোগী থেকে বহু চিন্তা-ভাবনা ও বিবেচনার পর নির্ধারণ করা প্রথম থেকে দশম পর্যন্ত পুরস্কার।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: