Ami duronto boishakhi jhor • Jaganmoy Mitra • with lyrics • আমি দুরন্ত বৈশাখী ঝড় • লিরিক্স সহ
Автор: I am Arghyadeep
Загружено: 2024-11-15
Просмотров: 8435
Ami duronto boishakhi jhor • Jaganmoy Mitra • with lyrics • আমি দুরন্ত বৈশাখী ঝড় • লিরিক্স সহ
লিরিক্স:
আমি দুরন্ত বৈশাখী ঝড়
তুমি যে বহ্নিশিখা
আমি দুরন্ত বৈশাখী ঝড়
তুমি যে বহ্নিশিখা
মরণের ভালে এঁকে যাই মোরা
মরণের ভালে এঁকে যাই মোরা
জীবনের জয়টিকা
আমি দুরন্ত বৈশাখী ঝড়
তুমি যে বহ্নিশিখা
মোদের প্রেমের দীপ্ত দীপক রাগে
দিকে দিকে ঐ সুপ্ত জনতা জাগে
মোদের প্রেমের দীপ্ত দীপক রাগে
দিকে দিকে ঐ সুপ্ত জনতা জাগে
মুক্তি আলোকে ঝলমল করে
মুক্তি আলোকে ঝলমল করে
আঁধারের যবনিকা
আমি দুরন্ত বৈশাখী ঝড়
তুমি যে বহ্নিশিখা
দুশো বছরের নিঠুর শাসনে
গড়া যে পাষাণ বেদী
নতুন প্রাণের অঙ্কুর জাগে
তারই অন্তর ভেদি
দুশো বছরের নিঠুর শাসনে
গড়া যে পাষাণ বেদী
নতুন প্রাণের অঙ্কুর জাগে
তারই অন্তর ভেদি
তোমার আমার পূণ্য মিলন ব্রতে
আশার কমল ফোটে অশ্রুর স্রোতে
নব ইতিহাস রচিব আমরা
নব ইতিহাস রচিব আমরা
মুছি কলঙ্কলিখা
আমি দুরন্ত বৈশাখী ঝড়
তুমি যে বহ্নিশিখা
🙏
Jaganmoy Mitra
Jaganmoy Mitra bengali songs
Jaganmoy Mitra gaan
Jaganmoy Mitra bangla gaan
Ami duronto boishakhi jhor lyrics in bengali
Ami duronto boishakhi jhor Jaganmoy Mitra
#JaganmoyMitra
#JaganmoyMitrabengalisongs
#JaganmoyMitragaan
#JaganmoyMitrabanglagaan
#Amidurontoboishakhijhorlyricsinbengali
#AmidurontoboishakhijhorJaganmoyMitra
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: