হাফেজা ছাত্রীদের সম্মানে ফুলের মালা ও কুরআন তেলাওয়াত | দারুল উলুম মুঈনুল ইসলাম, রাজশাহী।
Автор: Darul Ulum Muinul Islam Madrasa Rajshahi
Загружено: 2025-07-08
Просмотров: 57524
দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসা, উপশহর, রাজশাহী-তে এবছর যারা সম্পূর্ণ কুরআন হিফজ সম্পন্ন করেছেন, সেই সকল মেধাবী হাফেজা ছাত্রীদের সম্মানে একটি বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
এই উপলক্ষে ছাত্রীদের ফুলের মালা পরিয়ে সম্মানিত করা হয় এবং এরপর তারা কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানকে আরও নূরানী করে তোলে।
দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসা একটি আধুনিক ও মানসম্পন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যা রাজশাহীর প্রাণকেন্দ্র উপশহরে অবস্থিত। এখানে হিফজ বিভাগ, নজেরা বিভাগ ও জেনারেল বিভাগে অভিজ্ঞ ও যোগ্য শিক্ষকগণের তত্ত্বাবধানে পাঠদান করা হয়।
🔹 আবাসিক ও অনাবাসিক শিক্ষার সুবিধা
🔹 ডে-কেয়ার সুবিধা (Day Care)
🔹 ছাত্রীদের জন্য পৃথক ও নিরাপদ ব্যবস্থা
🔹 পরিচ্ছন্ন, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ
📢 ভর্তি চলছে!
আপনার সন্তানকে কুরআন শিক্ষা ও সাধারণ শিক্ষার সমন্বিত পরিবেশে গড়ে তুলতে আজই যোগাযোগ করুন।
📍 ঠিকানা: দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসা, উপশহর, রাজশাহী
📞 যোগাযোগ: ০১৭২৪১১৩১৮৯
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: