ধানের কারেন্ট পোকা / বাদামি গাছ ফড়িং দমনের কার্যকর সমাধান ও পোকা দমনে কীটনাশক
Автор: কৃষি তথ্য সেবা
Загружено: 2025-10-06
Просмотров: 445
ধানের কারেন্ট পোকা / বাদামি গাছ ফড়িং দমনের কার্যকর সমাধান ও পোকা দমনে কীটনাশক #কারেনট_পোকা#মাজরাপোকা
ধানের ক্ষেতে কারেন্ট পোকা:
ধানের ক্ষেতের কারেন্ট পোকা হলো বাদিম গাছ ফড়িং (BPH) ও সাদা পিঠের গাছফড়িং (WBPH). এই পোকাটি দেখতে খুবি ছোট ছোট। এরা বিভিন্ন সংখ্যায় থাকে এবং ধানের গোড়ার দিকে বসে ধান গাছের রষ চুষে খাই অনেক ক্ষেত্রে আক্রমণ অনেক বেশি হলে এরা উপরের দিকে উঠে আসে। ধানের কারেন্ট পোকা মূলত কলোনি বা দলবদ্ধ আকারে বসবাস করে। এরা দলবদ্ধ ভাবে ধানে আক্রমণ করলে মাত্রা ৩-৫ দিনের ভিতরেই সম্মপুর্ণ ধান ক্ষেতকে সম্পুর্ণ ভাবে ধ্বংস করে। এই পোকাগুলি ধান গাছের রষ চুষে খেয়ে জীবনধারণ ও বংশ বিস্তার করে, নিচে কারেন্ট পোকার জীবনকাল, পোকা প্রতিরোধ প্রতিরোধ ব্যবস্থা দমনের কার্যকর সমাধান ও কীটনাশক।
ধান ক্ষেতের কারেন্ট পোকার জীবনকাল:
কারেন্ট পোকা ডিম থেকে বের হওয়ার পরে ১৫-২১ দিন বেচে থাকে। একটি কারেন্ট পোকার মাতা বা স্ত্রী পোকাগুলি তার বয়স কালে ২০০ - ৪০০ টি ডিম দেয় কিন্তু এটি তার পর্যাপ্ত অনুকূল পরিবেশ পেলে ৫০০ টির বেশি ডিম দিতে পারে। কারেন্ট পোকা ডিম থেকে মারা যাওয়া সময়কাল হলো সর্বোচ্চ ৩০ দিনের ভিতর। এই পোকার ডিম থেকে বাচ্চা তৈরি হতে সর্বোচ্চ ৬-৯ দিন সময় লাগে।
যে সকল ধান ক্ষেতে কারেন্ট পোকার আক্রমণ বেশি হয়:
যে সকল ধান ক্ষেত নিচু জমিতে অবস্থিত বা জমির মাটি গুলো স্যাতস্যেতে থাকে এই জমিতে কারেন্ট পোকার আক্রমণ বেশি দেখাযাই। এছাড়াও জমিতে অতিরিক্ত ইউরিয়া ব্যবহারে এই পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে ও জমিতে কম আলো প্রবেশ ও ধান ঘন করে রোপ করা হলে এই পোকার আক্রমণের সম্ভাবনা বেশি হয়। এই কারেন্ট পোকা আলোউপর আকৃষ্ট হয়, তাই বৈদ্যুতিক বাতির কাছের জমিতে বেশি আক্রমণ দেখা যায়।
ধান জমিতে পানি বা মাটি স্যাতস্যেতে হলে এই পোকা বেশি আক্রমণ করে
অতিরিক্ত ইউরিয়া বেশি ব্যবহার করলে গাছ খুব নরম ও রসালো হয় পোকা সহজে আক্রমণ করে।
ভিজে ও আর্দ্র পরিবেশে এদের সংখ্যা দ্রুত বাড়ে।
বাতাস চলাচল কম হয়, জমি আর্দ্র থাকে পোকা দ্রুত বিস্তার লাভ করে।
এরা আলো আকৃষ্ট হয়, তাই বৈদ্যুতিক বাতির কাছের জমিতে বেশি আক্রমণ দেখা যায়।
🔰আমাদের ঠিকানা (জননী কৃষি বীজ ভান্ডার) ।🔰কুষ্টিয়া জেলার 🔰দোলাতপুর থানা, ⏩খলিসাকুন্ডিতে অবস্তিত
📱 বিনামূল্যে স্মার্ট কৃষি সেবা পেতে কল করুন - 01745185248
📲স্মার্ট কৃষি বিষয়ক পোস্ট পেতে online কৃষি তথ্য সেবা ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন 📲 ➡https://www.facebook.com/sabbir7623?m...
🚚 আমাদের সকল পণ্য বাসযোগে এবং কুরিয়ার এর মাধ্যমে বাংলাদেশের যেকোনো প্রান্তে সরবরাহ করা হয়।
আমাদের Facebook grouplink:
https://www.facebook.com/groups/48915...
. 🌱আধুনিক কৃষি সম্পর্কিত ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল কৃষি তথ্য সেবা 🌱
বন্ধুরা এই ভিডিওটি হেল্প ফুল মনে হলে অবশ্যই লাইক করবেন এবং কৃষি বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ।
#ধানেরমাজরাপোকা #গাছফড়িং #শিক্ষাদান #মাত্র5টাকাতেইধ্বংস #মাজারা🐛 #মথ #গাছফড়িং #কারেন্টপোকা #বংশ🤯 #পোকানাশক #যুদ্ধবিপক্ষতে #প্রাকৃতিকঝটকা #কৃষিরক্ষাকারী #উদ্যানপাড়ারলড়াই #জীববিজ্ঞান #কৃষিকাজ #ক্ষেতেরগ্রাসকর #জঙ্গীফেলায়ক_মাদার #ফসলedsicérences #নগরেবাংলারগ্রাম #সৃষ্টিুরক্ষা #আপুদেরপ rohail ধানেরমাজরা #Kris Sesa #ThreshPaddy #AgricultureMagic #ধানেরমাজরা #মারুন #মাত্র5টাকায় #100%পরিক্ষিত #কৃষকেরমুখে #SustainableFarming #ThreshPaddy #AgricultureLife #RiceFarming #FarmersVoice #FarmToTable #RiceHarvest #BengalAgriculture #EcoFriendlyFarming #BangladeshAgriculture #CropProcessing #OrganicRice #TraditionalFarming #farmersmarket
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: