পর্যটনের অপার সম্ভাবনা চট্টগ্রামের ডিসি পার্ক । Bijoy TV
Автор: BIJOY TV
Загружено: 2024-02-16
Просмотров: 2540
একসময় যেখানে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত বসতো মাদকের আড্ডা সেখানে এখন গড়ে উঠেছে দৃষ্টিনন্দন ফ্লাওয়ার পার্ক। দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে তৈরি চট্টগ্রামের ডিসি পার্ক এখন সেঁজেছে নতুন সাজে। সেখানে চলছে মাসব্যাপী ফুল উৎসব। আর এ ফুল উৎসবকে ঘিরে পার্কে রয়েছে দর্শনার্থীদের ভিড়। দুর দুরান্ত থেকে আগত শিশু থেকে বৃদ্ধ, নানা বয়সের মানুষের পদচারনায় মুখর এ পার্ক।
সীতাকুণ্ড সমুদ্র সৈকতের পাশেই গড়ে সদ্য গড়ে ওঠা ডিসি পার্কে এখন হাজারও ফুলের বর্ণিল সমারোহ। ছোট থেকে বড়, সব বয়সী দর্শনার্থীরাই জানালেন নিজেদের ভালো লাগার কথা।
দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ১২৭ প্রজাতির ফুল রয়েছে এ পার্কে। গত ২৫ জানুয়ারি থেকে এ পার্কে চলছে মাসব্যাপী ফুলের মেলা। চলবে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ফুল উৎসবের পাশাপাশি থাকছে সাংস্কৃতিক আয়োজন, ঘুড়ি, ভায়োলিন ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান উৎসব।
ফুল উৎসবে মাল্টি কালচারাল ফেস্টিভ্যাল অনুষ্ঠানে এসে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান জানান, পার্কটিকে আকর্ষণীয় করে গড়ে তুলতে নানা কাজ করা হয়েছে। চিরায়ত বাংলার ঐতিহ্যকে উপজীব্য করেই সাজানো হয়েছে অনুষঙ্গগুলো।
এদিকে, ফুল উৎসবে মাল্টি কালচারাল ফেস্টিভ্যাল উদ্বোধনী অনুষ্ঠানে এসে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, ফৌজদার হাট থেকে চট্টগ্রাম বন্দর লিঙ্ক রোড ফোর-লেন করা হবে। আর এ সড়কের সাথে বঙ্গবন্ধু শিল্পনগরের সংযোগ ঘটানো হবে। এ সময় মন্ত্রী পার্কটিকে ঘিরে অপার সম্ভাবনার কথাও জানান।
এক সময়ের মাদকে আখড়া আজ পরিণত হয়েছে দৃষ্টিনন্দন পার্কে। প্রশাসনের সঠিক তদারকি, রাজনীতিবিদ ও স্থানীয়দের সহযোগিতায় এ স্থান হয়ে উঠবে চট্টগ্রামের দর্শনীয় ও পর্যটনের জন্য অপার সম্ভাবনাময়ী স্থান, এমনটাই প্রত্যাশা দর্শনার্থী ও সংশ্লিষ্টদের।
copyright © A BIJOY TV Production-2024
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Youtube: / bijoytvofficial
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: