বুক উঁচিয়ে বলবেন আমি দেওবন্দের সন্তান! দেওবন্দ মাদ্রাসার ইতিহাস ও ঐতিহ্য ৷ মুফতি এমদাদুল্লাহ বাকী
Автор: Jadid Media
Загружено: 2026-01-21
Просмотров: 501
বুক উঁচিয়ে বলবেন আমি দেওবন্দের সন্তান! দেওবন্দ মাদ্রাসার ইতিহাস ও ঐতিহ্য ৷ মুফতি এমদাদুল্লাহ বাকী সাহেব
“বুক উঁচিয়ে বলবেন—আমি দেওবন্দের সন্তান!”
দেওবন্দ মাদ্রাসার গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও আদর্শ নিয়ে
গভীর ও প্রেরণামূলক আলোচনা করলেন
মুফতি এমদাদুল্লাহ বাকী সাহেব।
এই বয়ানে তুলে ধরা হয়েছে—
দারুল উলূম দেওবন্দ প্রতিষ্ঠার ইতিহাস,
এর আকিদা, মানহাজ ও দ্বীনী অবদান,
এবং উপমহাদেশে ইসলাম ও উলামায়ে কেরামের আন্দোলনে
দেওবন্দের অনন্য ভূমিকা।
এই আলোচনা শুনে একজন দেওবন্দী ছাত্র ও অনুসারী
গর্বের সাথে নিজের পরিচয় দিতে শিখবে ইনশাআল্লাহ।
এই বয়ানে থাকছে—
✔️ দারুল উলূম দেওবন্দের ইতিহাস
✔️ দেওবন্দের আকিদা ও মানহাজ
✔️ উলামায়ে কেরামের ত্যাগ ও সংগ্রাম
✔️ দেওবন্দী পরিচয়ের গৌরব
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং দ্বীনের ইতিহাস ছড়িয়ে দিতে শেয়ার করুন।
সহিহ ইসলামি বয়ান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে হক আকিদার উপর অটল রাখুন। আমিন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: