লোভে পাপ পাপে মৃত্যু। প্রেমানন্দ মহারাজের বাণী 🌺 জীবনের সত্য শিক্ষা । Premanand Maharaj
Автор: ভক্তিতেই আসল শক্তি
Загружено: 2025-12-09
Просмотров: 43
লোভে পাপ, পাপে মৃত্যু”—এই কথাটি সাধারণ নয়, গভীর জীবন-দর্শন। প্রেমানন্দ মহারাজ বলেন, মানুষের জীবনে সব দুঃখ-কষ্টের মূল কারণ অসংযম ও লোভ। যখন মানুষ লোভে অন্ধ হয়ে যায়, তখন সে ঠিক-ভুল বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলে। লোভ মানুষকে ভুল পথে নিয়ে যায়—মিথ্যা বলা, প্রতারণা করা, অন্যের অধিকার কেড়ে নেওয়া কিংবা অন্যকে কষ্ট দেওয়া—এসবই পাপের কাজ। আর পাপের ফল কখনোই শুভ হয় না; তা মানুষকে ভিতর থেকে ধ্বংস করে এবং শেষ পর্যন্ত জীবনকেই অশান্ত ও ক্ষতিগ্রস্ত করে তোলে।
মহারাজ বলেন—
যার ভিতরে সন্তুষ্টি নেই, তার মন কখনো শান্ত থাকে না।
লোভ মানুষকে অস্থির, রাগী, দ্বন্দ্বপূর্ণ, এবং অহংকারী করে তোলে।
যে যত বেশি লোভ করে, সে তত বেশি দুঃখ পায়।
পাপের পথ যতই আকর্ষণীয় হোক শেষে তা বিনাশ ও অনুশোচনায় শেষ হয়।
যে মানুষ লোভ ত্যাগ করে, ঈশ্বরের নামে মনকে পবিত্র রাখে, পরের সুখে সুখ খুঁজে পায়—সে সত্যিকারের শান্তি ও আশ্চর্য আনন্দ লাভ করে। তাই মহারাজ বলেন— “সন্তুষ্টি হলো সর্বশ্রেষ্ঠ সম্পদ, আর লোভ হলো সর্বনাশের প্রথম পদক্ষেপ।”
যেখানে লোভ আছে, সেখানে ঈশ্বর বাস করেন না। যেখানে সত্য, ভক্তি ও নম্রতা আছে, সেখানেই জীবনের আসল বিজয়।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: