Architectural এবং Interior Design ও নির্মাণ করেছে Atelier Limited
Автор: Atelier Limited
Загружено: 2025-11-22
Просмотров: 55
Plot No. 190, Road No. 2
মহাখালী DOHS এর এই Apartment তৈরি করেছে Momens Real Estate,
Architect : Salma Shahnaz Shahid
Inferior Design & construction : Atelier limited
ছয় তলার, অ্যাপার্টমেন্টের Architectural এবং Interior Design ও নির্মাণ করেছে Atelier limited।
Design এর বাইরে গিয়েও ডেভলপার বেশ কিছু পরিবর্তন করেছে।
এই ঘনবসতির শহরে, ঘরের ভিতরে এবং বাইরে কিভাবে Modern Design রেখেও প্রকৃতির ছোঁয়া দেওয়া যায়, এই অ্যাপার্টমেন্টে তার চেষ্টা করা হয়েছে।
Entry door এর পরেই রয়েছে প্রশস্ত ফয়ার, যেখান থেকে সরাসরি লিভিং রুমে, guest রুমে, utility zone এবং ডাইনিং রুমে প্রবেশ করা যায়। ডান পাশে রয়েছে বড় বুকশেলফ, পিছনে আড়াল করা যায় sliding door। এই ছোট্ট ফয়ার, প্রতিটি space এর আলাদা privacy নিশ্চিত করে।
অ্যাপার্টমেন্টের পশ্চিম দিকে প্রশস্ত রাস্তা, এদিকে বেশ খানিকটা খোলা জায়গা থাকার জন্য পশ্চিম দিকেই রাখা হয়েছে লিভিং রুম, ডাইনিং এবং গাছপালা যুক্ত খোলা বারান্দা, যা অ্যাপার্টমেন্টের ভেতরে প্রচুর আলো বাতাস নিশ্চিত করে।
Foyer এর পরেই রয়েছে প্রশস্ত glass panel এর জানালা সহ living room, একপাশে full height এর fixed clear গ্লাস দিয়ে ঘেরা এক টুকরো বাগান, তাতে রয়েছে বড় বাঁশ ঝাড়, এই গাছ, ফুল লতার বাতাসে দুলে ওঠা এক মুহূর্তেই এই মডার্ন লিভিং এরিয়াকে জীবন্ত করে তোলে। ছয় তলা বাড়ির ভিতরের আবহ পাল্টে যায়, প্রকৃতির কাছাকাছি থাকার অনুভূতি নিয়ে আসে অন্দরে।
লিভিং থেকে sliding glass খুললেই পাশেই রয়েছে ডাইনিং স্পেস, যা আবার সরাসরি পশ্চিমের বারান্দার সঙ্গে যুক্ত। এই বারান্দার গ্লাসের পার্টিশন পুরোপুরি খুলে দিয়ে বারান্দা এবং ডাইনিং স্পেস কে এক করে দিয়ে বেশ বড় একটি পরিসর তৈরি করে। এই বারান্দায় রয়েছে বসার বেঞ্চ, বারান্দার ফ্লোরের নিচে আড়াল করা হয়েছে প্লান্টার, দেখে যেন মনে হয় মাটি থেকেই বেশ কিছু গাছ, লতা উঠে এসেছে। এখানে ঘর এবং বাইরের প্রকৃতি এক হয়ে যায়। অনেক গাছের মধ্যে আছে বিশেষ একটি কাঠ গোলাপ। আর তার উলটো দিকেই, ডাইনিং এর পূর্ব দেয়ালেই রাখা হয়েছে প্রস্ফুটিত কাঠ গোলাপের একটি পেইন্টিং। জীবন্ত গাছ আর পেইন্টিং কখনো মিলে মিশে এক হয়ে যায়, পুরো ডাইনিং হল টি বদলে হয়ে যায় বাগানের একটি অংশ। এখানেই ঘর আর বারান্দা এক হয়ে যায়, বাইরের অবারিত প্রকৃতি ঘরের ভেতরে ঢুকে পড়ে। পড়ন্ত বিকেলের আলো ডাইনিং টেবিলের এর স্বচ্ছ কাচের গ্লাস এবং দেয়ালের আয়নায়, প্রতিফলিত হয়ে পৌঁছে যায় বাড়ির বিভিন্ন কোনায়।
বাড়ির লিভিং, ডাইনিং, পশ্চিমের প্রশস্ত বারান্দা, ফ্যামিলি স্পেস এমন কি কিচেন এর movable পার্টিশন একেবারে পুরোপুরি খুলে দিয়ে এক করে ফেলা যায়, যা বাড়ির পরিসর বাড়িয়ে দেয় কয়েকগুন। দক্ষিনে আছে family space আর তার সঙ্গে সংলগ্ন বারান্দা, বারান্দায় প্রচুর গাছ পালা, এই বারান্দা হয়ে দখিণা বাতাস সহজেই প্রবেশ করে বাড়ির ভেতরে।
ফ্যামিলি এবং ডাইনিং স্পেস এর ধার ঘেসে রয়েছে বিভিন্ন উচ্চতার প্রচুর cabinets। যার উপরটুকু কাউন্টার হিসেবে ব্যবহার করা যায়, নিচে রয়েছে স্টোরেজ।
তিনটি আলাদা বেডরুমগুলোর জন্য ছাড়া হয়েছে প্রশস্ত জায়গা। একটি বেডরুম foyer এর পাশে থাকার জন্য তা প্রয়োজনে study র জন্য ব্যবহার করা যায়। বেড রুমের storage স্পেস বাড়ানোর জন্য করা হয়েছে walk in closet। মাস্টার বেড এর দক্ষিনে এবং পশ্চিমে রয়েছে বিশাল জানালা। সঙ্গে রয়েছে বড় বাথরুম, গ্লাসে ঘেরা jacuzzi, এখানে পানিতে ভিজতে ভিজতেই আকাশ আর গাছপালা দেখার ব্যবস্থা করা হয়েছে। Shower এর পাশেই রয়েছে clear glass এর জানালা, তাকে বাইরে থেকে গাছপালা দিয়ে আড়াল করা হয়েছে।
ডিজাইন করা হয়েছে প্রশস্ত চাইল্ড বেড, স্লাইডিং door দিয়ে আলাদা করা হয়েছে বাথরুম। বাথরুম এবং walk in closet এর মাঝে একটি জানালা সংযুক্ত করে স্নানের জিনিস আনা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এই অ্যাপার্টমেন্ট ইউনিটের প্রতিটি কর্নার, প্রতিটি স্কয়ার ফিটকে পরিপূর্ণভাবে কাজে লাগানো হয়েছে। utility space আলাদা করে আড়াল করা হয়েছে একটি দরজা দিয়ে। এখানে রাখা হয়েছে iron table, ছোটখাটো storage cabinet, washing machine, deep fridge।
kitchen এ রয়েছে প্রচুর কাউন্টার স্পেস, upper এবং lower storage space, counter top burner, hood এর সঙ্গে আছে built in dish washer, built in oven। কিচেন টি কে বারান্দা দিয়ে servant রুমের সঙ্গে সংযুক্ত করা হয়েছে, বারান্দায় আছে আরো বড় একটি sink, low wash।
Maintenance free করবার জন্য বাড়ির ফ্লোরে দেয়া হয়েছে laser cut করা বেশ বড় Tiles। বিভিন্ন দেয়ালে জায়গা করে নিয়েছে কিছু বড় আয়না, অন্য ধরনের বিশেষ granite। তা বাড়ির পরিসর কে অনেকটা বড় করবার অনুভূতি দেয়। প্রতিটি ফার্নিচার আলাদাভাবে প্রতিটি জায়গার মাপ অনুযায়ী ডিজাইন করা হয়েছে। খোলামেলা Interior এর মধ্যে ও প্রাধান্য পেয়েছে প্রাইভেসি, dining কে যেমন লিভিং থেকে আলাদা করা যায়, তেমনি প্রয়োজনে TV room / Family space কে পার্টিশন টেনে একেবারে আলাদা করে ফেলা যায় বাড়ির অন্য অংশ থেকে।
বাড়ির ডিজাইন এর মধ্যে প্রাধান্য দেয়া হয়েছ প্রথমত efficiency তারপর privacy সহ cozy space, এবং একই সঙ্গে open ness যা ঘর, বারান্দা, লিভিং স্পেস কে মুহূর্তেই একটি বড় স্পেস এ রূপান্তরিত করে দিতে পারে।
বারান্দায় লাগানো বড় গাছ, ফুল, লতা, তাতে পাখির বাসা, প্রজাপতির ওরা উরি, দক্ষিণ দিক থেকে আসা বাতাস, পশ্চিমের ডুবতে থাকা সূর্য, খোলা আকাশ এই সব কিছুকে ভাবনার মধ্যে নিয়েই এই ইন্টেরিয়র ডিজাইন এবং নির্মাণ করা হয়েছে। ছয় তালার উপরে প্রকৃতিকে নিবিড় করে পাবার চেষ্টা করা হয়েছে, এখানে তাই প্রকৃতি এবং অ্যাপার্টমেন্টের Interior মিলেমিশে
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: