BENGALI || SET 7 || PAGE 20 || HIGH MADRASAH || MADDHYAMIK 2026 || TEST PAPER SOLVED ||
Автор: Akbar Sir Class
Загружено: 2026-01-15
Просмотров: 46
BENGALI || SET 2 || PAGE 20 || HIGH MADRASAH || MADDHYAMIK 2026 || TEST PAPER SOLVED ||
Topics:_
(ক) আট টাকা দশ আনা
(ক) মহরমের দিন
(খ) পুজোর দিন
(ক) সন্ধ্যা
(খ) ভোর
20
7
F.M. 90
HIGH MADRASAH TEST PAPERS 2025-26
JAM-E HOSSAINIA C.R. HIGH MADRASAH (H.S.)
১।
সঠিক উত্তরটি নির্বাচন করো:
SUBJECT: BENGALI
বিভাগ - ক
Time: 3 hours 15 minut
১.১ তপনের মেসোমশাই কোন্ পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিল-
(ক) ধ্রুবতারা
(খ) শুকতারা
১.২ বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়-
(গ) সন্ধ্যাতারা
১০১৭=
(ঘ) রংমশাল
(খ) আট টাকা আট আনা
(গ) দশ টাকা চার আনা
(ঘ) দশ টাকা দশ আনা
১.৩ অমৃত ও ইসাবের জামা বদলানোর বিষয়টি ঘটেছিল-
১.৪ "প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস"- 'প্রদোষ' শব্দের অর্থ-
১.৫ 'সিন্ধুতীরে' কাব্যাংশটি কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত-
(গ) ঈদের দিন
(ঘ) হোলির দিন
(গ) রাত্রি
(ঘ) দুপুর
(ক) লোরচন্দ্রানি
(খ) পদ্মাবতী
(গ) সতীময়না
(গ) তোহফা
১.৬. কোকিল গান বাঁধে-
(ক) সহস্র উপায়ে
(খ) একটি সুরে
(গ) লক্ষ সুরে
(ঘ) নানা সুরে
(ক) কুইল
১.৭ কার পোশাকি নাম 'স্টাইলাস'?
১.৮ নিজের হাতের কলমের আঘাত মৃত্যু হয়েছিল যে
(ক) বনফুল
১.৯ 'Sensitized Paper'-এর অনুবাদ কী লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন?
(খ) নল-খাগড়া
(গ) খাগের কলম
(ঘ) ব্রোঞ্চের শলাকা
লেখকের, তার নাম-
(ক) স্পর্শকাতর কাগজ
১.১০ বিপদে মোরে রক্ষা করো। রেখাঙ্কিত পদটির কারক নির্ণয় করো।
(ক) অধিকরণ কারক
(খ) পরশুরাম
(খ) সুবেদী কাগজ
(খ) অপাদান কারক
(গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
(ঘ) শৈলজানন্দ
(গ) সুগ্রাহী কাগজ
(ঘ) ব্যথাপ্রবণ কাগজ
(গ) করণ কারক
(ঘ) কর্ম কারক
১.১১ রাজায় রাজায় যুদ্ধ হয়। এই বাক্যের কর্তাটি হল-
(ক) প্রযোজ্য কর্তা:
(খ) সহযোগী কর্তা
(গ) ব্যতিহার কর্তা
(ঘ) সমধাতুজ কর্তা
(ক) দ্বন্দ্ব সমাস
(খ) তৎপুরুষ সমাস
(খ) অন্তরে মুনি যার
(ক) সরল বাক্য
(খ) জটিল বাক্য
(ক) যোগ্যতা
(ক) কর্মবাচ্য
২.১ যে-কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও:
(খ) আকাঙ্খা
(খ) কর্তৃবাচ্য
১.১২ উপমান ও উপমেয়র মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য, তা হল-
(ক) উপমান কর্মধারয়
(খ) উপমিত কর্মধারয়
১.১৩ জায়া ও প্রতি = দম্পতি।-এটি যে সমাসের উদাহরণ-
১.১৪ 'মন্বন্তর' সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য হল-
(ক) মনুর অন্তর
১.১৫ "এইটুকু কাশির প্ররিশ্রমেই সে হাঁপাইতে লাগিল"-বাক্যটি গঠনগত দিক থেকে
কোন্ শ্রেণির-
১.১৬ খাঁটি গরুর দুধ খেতে হবে। বাক্যটিকে নির্মাণগত শর্তগুলির কোন্টি লঙ্ঘিত হয়েছে?
১.১৭ যে বাক্যে কর্ম কর্তা রূপে প্রতীয়মান হয়, তাকে বলে-
২। কমবেশি ২০টি শব্দে উত্তর লেখো:
২.১.১ 'ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। 'কোন্ কথা ছড়িয়ে পড়ে?
২.১.২ বিরাগী কাকে 'পরম সুখ' বলেছেন?
২.১.৩ "বুড়ো মানুষের কথাটা শুনো।"-বুড়ো মানুষের কোন্ কথা শুনতে বলা হয়েছে?
২.১.৪ 'অদল বদল' গল্পটি কে বাংলায় তরজমা করেন?
২.১.৫: 'সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল'-তার প্রায় কেঁদে ফেলার কারণ কী?
(গ) রূপক কর্মধারয়
(ঘ) নিত্য সমাস
(গ) কর্মধারয় সমাস
(ঘ) বহুব্রীহি সমাস
(গ) মনুর সদৃশ
(ঘ) অন্য মনু
(গ) যৌগিক বাক্য
(ঘ) মিশ্র বাক্য
(গ) আসত্তি
(ঘ) এর কোনোটিই নয়
(গ) ভাববাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্য
HIGH PAPERS 2023-20
২.২
২.৩
যে-কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও:
২.২.১ "সে জানত না......"-তার অজানা বিষয়টি কী?
১০৪ = ৪
১০৩=৩
২.২.২ "পশুরা বেরিয়ে এল"-বেরিয়ে এসে কী করেছিল?
২.২.৩ "জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া"-কাকে মহাবাহু বলা হয়েছে?
২.২.৪ "মাভৈঃ মাভৈঃ"- 'মাভৈঃ' শব্দটির অর্থ কী?
২.২.৫ বিধি মোরে নৈরাশ।"- বক্তা কোন্ বিষয়ে নিরাশ হতে চান না?
যে-কোনো ৩টি প্রশ্নের উত্তর দাও:
২.৩.১ 'হারিয়ে যাওয়া কালি কলম'- এ বর্ণিত দামি কলমটির দাম কত?
২.৩.২ 'বাংলার একটা কথা চালু ছিল'-কথাটি কী?
২.৩.৩ "এতে রচনা উৎকট হয়।”- রচনা 'উৎকট' হয় কীসে?
২.৩.৪ প্রথম শ্রেণির পাঠকরা কী থেকে মুক্ত?
২.৪.১... তির্যক বিভক্তি কাকে বলে?
১০৮ = ৮
২.৪ যে-কোনো ৮টি প্রশ্নের উত্তর দাও:
২.৪.২ "অস্ত্র রাখো”- চিহ্নিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো।
২.৪.৩ নিরপেক্ষ কর্তা কাকে বলে?
২.৪.৪ 'মেঘেঢাকা' শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম উল্লেখ করো।
-২.৪.৫ আলোপ সমাস কী?
২.৪.৬ গৌর অঙ্গ যাহার ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো।
২.৪.৭ অসিতবাবু আর কোনো প্রশ্ন করলেন না।- প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করো।
২.৪.৮ আমি গ্রামের ছেলে।-বাক্যটি উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো।
২.৪.৯ বাচ্য শব্দের অর্থ কী?
২.৪.১০. আমি বই পড়ি। (কর্মবাচ্যে)
৩। প্রসঙ্গ নির্দেশসহ কমবেশি ৬০টি শব্দের মধ্যে উত্তর লেখো:
৩.১ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
৩+৩ = ৬
৩.১.১ 'নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে"-উদ্দিষ্ট ব্যক্তি কে? নদীর বিদ্রোহের কারণ কী?
৩x১=৩
৩.১.২ 'ছেলে দুটোর সবই একরকম, তফাত শুধু এই যে'- ছেলে দুটি কে কে? তাদের মধ্যে তফাত কোথায়?
১+২
৩.২ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
১+২
৩.২.১ "আসছে নবীন-জীবনহারা অ-সুন্দরে করতে ছেদন"-উদ্ধৃতিটির তাৎপর্য লেখো।
৩.২.২ "তাতি মনোহর দেশ"-মনোহর দেশটির বর্ণনা দাও।
৩০১-৩
৩
৪। কম বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
৫×১ = ৫
৪.১ "যাকে খুজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন।"-কে, কাকে একথা বলেছে? কার কালচারের
কথা ভেবে দেখতে বলা হয়েছে? তা ভেবে দেখতে বলা হয়েছে কেন?
১+১+৩
৪.২ 'আদৃষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করবে না।'-হরিদা কী ভুল করেছিলেন? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কী? ২+৩
৫। কমবেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
৫×১ = ৫
৫.১ "চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে।"- 'তোমার' বলতে কার কথা বলা হয়েছে? তার 'অপমানিত
ইতিহাসে'র সংক্ষিপ্ত পরিচয় দাও।
১+৪
৫.২ 'পঞ্চকন্যা পাইল চেতন।'-পঞ্চকন্যা কাদের বলা হয়েছে? পঞ্চকন্যা কীভাবে চেতনা ফিরে পেয়েছিল?
#akbar_sir_class
#akbar_sir_class
#akbar_sir_class
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: