Grey Jungle Hen//ধূসর বনমোরগ/Gallus sonneratii
Автор: Our Historical and Beautiful Bangladesh
Загружено: 2023-09-09
Просмотров: 38662
ফাইওমি Egyptian Fayoumi মিশর
নরওয়েজিয়ান জেহর্ন Norwegian Jærhøne নরওয়ে
চিত্র:Jærhøns.jpg
কেইরেঙ্কুপ Kraienköppe (Twents hoen) জার্মানি
লেকেনভেল্ডার Lakenvelder নেদারল্যান্ডস
চিত্র:Lakenfelder Hahn (Jungtier).jpg
লেগহর্ন Leghorn যুক্তরাষ্ট্র
ম্যারানস Marans ফ্রান্স
মিনোর্কা Minorca স্পেন
ওরলোফ Orloff ইরান
পেলেডেসেঙ্কা Penedesenca স্পেন
সিসিলিয়ান বাটারকাপ Sicilian Buttercup সিসিলি
সাদামুখো কালো স্প্যানিশ White-Faced Black Spanish স্পেন
ওয়েলসামার Welsummer নেদারল্যান্ডসমার্চ থেকে জুলাই পর্যন্ত ধূসর বনমোরগের প্রজনন কাল। এরা মূলত একগামী, তবে বহুগামী হওয়ারও ইতিহাস আছে। বনমুরগী মাটিতে বাসা করে। অনেকসময় কাঠবেড়ালী বা অন্য পাখির পরিত্যক্ত বাসাতেও বাসা করে। বাসা বানানো শেষে বনমুরগী ৪-৭ টি ডিম দেয়। ডিমের বর্ণ সাদা বা খুব হালকা হলুদ। বনমুরগী একাই ডিমে তা দেয়। সাধারণত একুশ দিন পরে ডিম ফুটে ছানা বের হয়। ফোটার অল্প কিছুক্ষণের মধ্যেই ছানাগুলো বাসা ছাড়ে ও মায়ের সঙ্গে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। এক বছর পর ছানারা বয়োঃপ্রাপ্ত হয়।বনমোরগের দেহের বিভিন্ন স্থানে ধূসর আর রূপালি পালক দেখে অন্যান্য বনমোরগ থেকে এদের খুব সহজেই আলাদা করা যায়। মোরগ সাধারণ বনমোরগের মতোই বড়সড়, সুন্দর ঝালরাবৃতএকটি পাখি। তবে সাধারণ বনমোরগের তুলনায় এরা একটু লম্বাটে। গলা ও ঘাড়ের প্রতিটি পালক কালো রঙের এবং মাথার দিকে হলদে বা সাদা রঙের। ফলে গলা ও ঘাড় কালোর পটভূমিতে সাদা সাদা ফোঁটাযুক্ত মনে হয়। মাথার দিকের ফোঁটাগুলো ঘন ও ছোট, পরবর্তীতে ফোঁটা ক্রমে বড় ও পাতলা হতে থাকে। প্রজনন ঋতুর সময়ে বা পরে ঘাড়ের এই ফোঁটাযুক্ত পালকগুলি থাকে না। পেট ও পিঠেরধূসর বনমোরগ প্রধানত একপ্রজাতিক (Monotypic) হিসেবে পরিচিত। তবে পালকের রঙের বিভিন্নতার আর ডাকের জন্য অনেক সময় এদের দুইটি উপপ্রজাতিতে বিভক্ত করা হয়- G. s. sonneratii এবং G. s. wangyeli. এই উপপ্রজাতিকরণ সর্বত্র সমর্থিত হয় নি।মোরগ, বান্দিপুর জাতীয় উদ্যানধূসর বনমোরগ (Gallus sonneratii) (ইংরেজি: Grey Junglefowl বা Sonnerat's Junglefowl) ফ্যাজিয়ানিডি (Phasianidae) গোত্র বা পরিবারের অন্তর্গত গ্যালাস (Gallus) গণের এক প্রজাতির বনমোরগ।[১] পাখিটি সারা বিশ্বে কেবলমাত্র ভারতে পাওয়া যায়, অর্থাৎ এটি ভারতের এন্ডেমিক বা স্থানিক পাখি। ভারতীয় উপদ্বীপ এদের প্রধান আবাসস্থল।[২] যেসব এলাকায় সাধারণ বনমোরগের সাথে সাথে এরাও অবস্থান করে, সেসব অঞ্চলে অনেকসময় এরা সংকর প্রজাতির সৃষ্টি করে। তবে সংকরায়ন খুব বিরল, কারণ বনমোরগের এলাকা মূলত ভারতের উত্তর-পূর্বাঞ্চলে। কেবলমাত্র আরাবল্লী পর্বতমালায় এই দুই প্রজাতির এলাকা পরস্পর আপতিত হয়েছে।[৩] জেনেটিক পরীক্ষণ প্রমাণ করেছে যে, সাধারণ বনমোরগের চেয়ে শ্রীলঙ্কার বনমোরগের সাথে এরা বেশি সম্পর্কিত। এদের ডাক প্রলম্বিতGrey Jungle HenGrey junglefowlGrey Jungleধূসর বনমোরগGallus sonneratii
@ourhistoricalandbeautifulbangl @hen @HenriqueeJuliano #henna #hen #hen
#cheken #মুরগী #মুরগির_খামার #মুরগিরখামার #মুগী #মুরগিপালন #মুরগী #মুরগীর
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: